তজুমদ্দিনে আদম ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

প্রথম পাতা » তজুমদ্দিন » তজুমদ্দিনে আদম ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
বুধবার, ১০ এপ্রিল ২০১৯



আদম ব্যবসায়ী বাবুল সিকদার।তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ॥

ভোলার তজুমদ্দিনে এক আদম ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। ওই আদমের বিচার দাবী ও প্রতারণার মাধ্যমে নেয়া টাকা ফেরত চেয়ে অভিযোগ করেন ভোক্তভোগী পরিবারটি।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামের আবুল কাশেম সিকদারের ছেলে আদম ব্যবসায়ী ও সৌদি প্রবাসি মোঃ বাবুল সিকদার ৮ আগষ্ট ২০১৬ সালে একই এলাকার মোঃ ইলিয়াছের ছেলে মোঃ ছলেমানকে সৌদি আরব নেয়া কথা বলে বিভিন্ন সময় ৬লক্ষ ৫০ হাজার টাকা নেয়। পরে এক বছর পর ২০১৭ সালে ছলেমানকে সৌদি আরব নিয়ে বাবুল সিকদার তাকে ধরা দেয়নি। ৬মাস পরে আকামা করে দিলেও তার মেয়াদ ছিলো মাত্র ছয় মাস।

চুক্তি অনুযায়ী ক্লিনিকে, দোকানে অথবা অফিসে কাজ না দিয়ে ছলেমানকে কাজ দেয়া হয় রাজের হেলপার হিসেবে। উক্ত কাজ তার সহ্য না হওয়ায় ও তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আকামা পাওয়ার ৬ মাসের মাথায় তাকে দেশে ফিরে আসতে হয়। যারফলে প্রতারণার শিকার ছলেমানের পরিবার বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়। প্রতারক আদম ব্যবসায়ী বাবুল সিকদারের বিচার চেয়ে ও প্রতারণার মাধ্যমে নেয়া টাকা ফেরত চেয়ে ছলেমানের বাবা ইলিয়াছ লিখিত অভিযোগ করেন।

অভিযোগে আরো জানা যায়, ছলেমান দেশে আসার জন্য ২৫ আগষ্ট ২০১৮ তারিখে বাবুলের কাছে পার্সপোটের জন্য গেলে বাবুল তাকে প্রাণ নাশের হুমকি-ধামকি দিয়ে সাদা কাগজে স্বাক্ষর নেয়। এ ব্যাপারে আদম ব্যাপারী বাবুল সিকদার সৌদি আরব থাকায় তার বক্তব্য নেয়া যায়নি।

তবে আদম ব্যাপারী বাবুলের ভাই ফিরোজ সিকদার বিদেশ নেয়া কথা স্বীকার করলেও কাজ না দেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।

বাংলাদেশ সময়: ১৯:৪৮:৫৭   ৩৩৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
তজুমদ্দিনে গণহত্যা দিবস পালিত ॥
তজুমদ্দিনে প্রতিবন্ধী শিশুকে শিকল দিয়ে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ ॥
তজুমদ্দিনে সরকারি চাল উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি গঠন
তজমদ্দিনে পল্লীসেবার আয়োজনে বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত ॥
তজুমদ্দিনে সরকারি ২৪ বস্তা চাল উদ্ধার ॥ তদন্ত কমিটি গঠন
তজুমদ্দিনে যুব উৎসব পালিত ॥

আর্কাইভ