বঙ্গবন্ধুর জম্ম না হলে এদেশের জম্ম হতো না- তোফায়েল আহমেদ

প্রথম পাতা » প্রধান সংবাদ » বঙ্গবন্ধুর জম্ম না হলে এদেশের জম্ম হতো না- তোফায়েল আহমেদ
বুধবার, ২০ মার্চ ২০১৯



---স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।। সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেছেন, বঙ্গবন্ধুর জম্ম না হলে এদেশের জম্ম হতো না। এই বাংলাদেশ হলো বঙ্গবন্ধুর। বঙ্গবন্ধু বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের প্রিয় নেতা ছিলেন।

আজ বুধবার (২০মার্চ) বিকেলে ভোলা শহরের পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ পুলিশ ভোলা জেলার বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ আরো বলেন, দেশে এখন কোন গ্রাম নেই, গ্রামগুলো এখন শহর। বাংলাদেশ আজ একটি উন্নয়শীল দেশে পরিনত হয়েছে। যে দেশ নিয়ে যারা এক সময়ে তুচ্ছ করতো, আর সেই দেশ নিয়ে এখন তারা গৌরব করে। আমি খুবই আনন্দিত যে ভোলার পুলিশ এতো সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করেছে। যারা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহন করেছে সকলের প্রতি দোয়া এবং ভালবাসা রইলো।
বিশেষ অতিথির বক্তব্যে মো. মোখলেসুর রহমান বলেন, ভোলায় এসে আমি নিজেকে গৌরব মনে করছি। আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশে এগিয়ে চলছি। তাই সুন্দর একটি বাংলাদেশ সকলে মিলে গড়ে তুলবো।

---ভোলা জেলা পুলিশ সুপার মো. মোকতার হোসেন পিপিএম সেবা এর সভাপতিত্বে- বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত (আইজিপি প্রশাসন) মো. মোখলেসুর রহমান বিপিএম (বার)। মিসেস আনোয়ারা বেগম, মো. শফিকুল ইসলাম, বিপিএম (বার) পিপিএম ডিআইজি বরিশাল রেঞ্জ। এছাড়াও অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জজ ফেরদাউস, জেলা প্রশাসক মো. মাসুদ আলম সিদ্দিক, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু প্রমূখ।

পরে আলোচনা শেষে পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি ও বিশেষ অতিথি পুলিশ অতিরিক্তি আইজিপি মোখলেসুর রহমানসহ আমন্ত্রিত অতিথিরা। এরপর সন্ধ্যায় ঢাকা থেকে আগত কণ্ঠশিল্পী এবং ভোলার স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন তালহা তালুকদার বাধঁন।

বাংলাদেশ সময়: ২১:১৫:১১   ৪৩৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
গাজায় ইসরায়েলি হামলায় ৩৪৬২২ ফিলিস্তিনি নিহত
মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে একধাপ এগিয়ে মনপুরায় বঙ্গবন্ধুর চিন্তানিবাস পর্যটন কেন্দ্রস্থান সচিবের পরিদর্শন ॥
শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার

আর্কাইভ