লালমোহনে জমি বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ১১ জন আহত

প্রথম পাতা » প্রধান সংবাদ » লালমোহনে জমি বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ১১ জন আহত
বুধবার, ২০ মার্চ ২০১৯



---ভোলাবাণী।।লালমোহন প্রতিনিধি।। ভোলার লালমোহনে জমি বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ১১ জন আহত হয়েছে। পরে তাদের স্থানীয়দের সহযোগিতায় লালমোহন সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বেল্লাল হোসেন (৫০), ইউসুফ (৪০), আব্বাছ (৩০), কামাল (৩৮), নূরনবী (৩৮), বিলকিস (৫০), বিউটি (২৬), আলোকজান (২৮), রহিমা (৩৩), রহিমা (৩৫) আফিয়া খাতুন (৫০)।

এদের মধ্যে বেল্লাল হোসেন, আব্বাছ ও বিলকিসের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিকালে তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগ করে এনামুল হক বলেন, সকালে আমার চর লর্ডহার্ডিঞ্জ মৌজার ৪৮ নাম্বার খতিয়ানের ২০৮৯ দাগের ৫০ জেএল এর জমি ও সামনে থাকা সরকারি খাস জমিতে ঘর তৈরির প্রস্তুতি নেই।

এসময় অর্তকিতভাবে আমার প্রতিপক্ষের আব্দুর রহমান নান্নু, মনির হোসেন, আব্দুল মান্নান, জাকির হোসেন, মান্নান ডাক্তার, আব্দুল হাসেম মিয়া, হাফেজ, মাজেদ, মাকসুদ ও শারমিন বেগমসহ একদল সন্ত্রাসী আমাদের লোকজনের ওপর মরিচের গুড়া ছিটিয়ে হাঁতুড়ি দিয়ে বেধরক মারধর করে। এতে আমাদের প্রায় ১১ জন লোক গুরুতর আহত হলে তাদের স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করি।

তিনি আরও বলেন, এসময় ওইসকল সন্ত্রাসীরা আহত মহিলাদের কাছ থেকে স্বর্ণের চেইন ও কানের ধুল নিয়ে যায়। এ ঘটনায় আমি বাদী হয়ে লালমোহন থানায় একটি মামলা দায়ের করেছি।

বাংলাদেশ সময়: ২১:৩৮:৩০   ২৬৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃস্টে শিশুর মৃত্যু
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

আর্কাইভ