ভোলার চার এমপিকে সংবর্ধনা দিচ্ছেন জেলা পরিষদ

প্রথম পাতা » ভোলা জেলা » ভোলার চার এমপিকে সংবর্ধনা দিচ্ছেন জেলা পরিষদ
শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৭



---আদিল হোসেন তপু: দ্বীপ জেলার ভোলার কৃতি সন্তান ও উন্নয়নের রূপকার চার সংসদ সদস্যদের সংবর্ধনার আয়োজন করেছে জেলা পরিষদের নবনির্বাচিত পরিষদ।  ভোলা জেলা পরিষদ চত্ত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে। সংবর্ধিতরা হচ্ছেন ভোলা-১ আসনে এমপি ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ভোলা-৪ আসনের এমপি ও বন ও পরিবেশ উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসনের এমপি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের এমপি ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলী আজম মুকুল ।
জেলা পরিষদ এর চেয়ারম্যান আবদুল মমিন টুলুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এমপি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলী আজম মুকুল এমপি।
এছাড়াও উপস্থিত থাকবেন, জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, পুলিশ সুপার মো.মোকতার হোসেন, ভোলা পৌর মেয়র আলহাজ্ব মোহাঃ মনিরুজ্জামান মনির, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সিভিল সার্জন ডাঃ রথীন্দ্র নাথ মজুমদার বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, পৌর মেয়র, ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য, সুশিল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্যবৃন্দ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত সদস্যরা হলেন, চেয়ারম্যান পদে আবদুল মমিন টুলু, তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দ্বিতীয় বারের মতো জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন।
সদস্যরা হলেন, দোস্ত মাহমুদ, নজরুল ইসলাম গোলদার, মো. ইউসুফ, মো. আনোয়ার হোসেন, মো. জাকির হোসেন তালুকদার, নুরুল আমিন নিরব, নাসিম হাওলাদার, মনিরুল ইসলাম, মো. মাকসুদুর রহমান, নুরুল ইসলাম ভিপি, মো. সাহাবুদ্দিন, আহাম্মদ উল্ল্যাহ, মো. খায়রুল হাসান খোকন, মো. আ. রব মিয়া ও একেএম শাজাহান। এছাড়াও সংরক্ষিত নারী সদস্য পদে বিজয়ীরা হলেন, ১নং আসনে অধ্যক্ষ সাফিয়া খাতুন, ২নং আসনে ফারজানা হক নেভিন, ৩নং আসনে সাবিনা ইসলাম, ৪নং আসনে দিলারা বেগম ও ৫নং আসনে কামরুন নাহার।
জানা গেছে, প্রায় ২০ লক্ষাধিক লোক অধ্যূষিত জেলার ৭টি উপজেলা নিয়ে ১৯৮৮ সালে গঠিত হয় ভোলা জেলা পরিষদ। এরপর থেকে ভোলার সার্বিক উন্নয়ন তথা শিক্ষা প্রতিষ্ঠান ভবন নির্মাণ, ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন, নারী শিক্ষার উন্নয়ন, দারিদ্র বিমোচন, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান, গভীর নলকূপ স্থাপন, কালভার্ট নির্মাণ, গ্রামীণ অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সাংস্কৃতিক চর্চা প্রভৃতি কাজে ভোলা জেলা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাংলাদেশ সময়: ১০:০৫:৩৯   ২০২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা জেলা’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
মনপুরায় দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত ॥
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ: মোহাম্মদ ইউনুস
উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ মনপুরায় শেষ দিনে ৯ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল ॥
মনপুরায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন ॥
মনপুরায় কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে অবহিতকরন সভা অনুষ্ঠিত

আর্কাইভ