জিয়া সুপার মার্কেটকে ভেঙ্গে ‘ভোলা ট্রেড সেন্টার’ করা হবে : মেয়র মনিরুজ্জামান

প্রথম পাতা » প্রধান সংবাদ » জিয়া সুপার মার্কেটকে ভেঙ্গে ‘ভোলা ট্রেড সেন্টার’ করা হবে : মেয়র মনিরুজ্জামান
সোমবার, ৭ জানুয়ারী ২০১৯



মেয়র মনিরুজ্জামান মনির॥ভোলাবাণী॥বিশেষ প্রতিনিধি ॥ ভোলা জেলার প্রথম বাণিজ্যিক মার্কেট ‘জিয়া সুপার’ মার্কেট। মার্কেটটি দীর্ঘদিন ঝুঁকিপূর্ণভাবে ব্যবহৃত হওয়ায় আধুনিক ভোলার প্রথম মেয়র মনিরুজ্জামান মনির মার্কেটটি ভেঙ্গে বহুতল বিশিষ্ট ভবন নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করলে তা মার্কেট ব্যবসায়ী সমিতির মামলার কারণে এগুতে পারেনি। দীর্ঘদিন যাবত মত পার্থক্যের কারণে সৃষ্ট সমস্যার সমাধান হয়নি। মার্কেটের ব্যবসায়ীদের বৃহত্তম স্বার্থে নগর পিতা মরিুজ্জামান মার্কেটটি নতুনভাবে নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় শনিবার সকাল ১১টায় জিয়া মার্কেটের চত্তরে ব্যবসায়ী, সুশিল সমাজ এবং গন্যমান্য ব্যক্তিদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এবং মার্কেট কমিটির পুনঃ গঠন করা হয়। এতে হেলাল উদ্দিন ফেরদৌসকে সভাপতি এবং মঞ্জুরুল আলমকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আধুনিক যুগে ভোলাতে এখনও টিনের ঘর দেখা যায়; যা দেখতে বেমানান। আসুন আমরা সকলে মিলে ভোলা শহরকে আধুনিক শহরে রুপান্তর করি। পৌর মেয়র মনিরুজ্জামান মনির বলেন, আমি জিয়া মার্কেটটিকে ভেঙ্গে আধুনিকভাবে গড়তে চেয়েছিলাম। কিন্তু একটি কু-চক্রি মহলের কারণে তা সম্ভব হয়নি। এখন আপনারা যদি আমাকে সহযোগীতা করেন তা হলে এই ঝুকিপূর্ণ মার্কেটটি ভেঙ্গে পনের তলা ‘ভোলা ট্রেড সেন্টার’ নামে আধুনিক বাণিজ্যিক মার্কেট নির্মাণ করবো।
জিয়া মার্কেটের নেতৃবৃন্দ বলেন, আমরা আপনাকে সর্বাত্মক সহযোগীতা করবো এবং আপনিও আমাদেরকে সার্বিকভাবে সহযোগীতা করবেন, যাতে করে ব্যবসায়ীরা অন্যত্র গিয়ে ব্যবসা করতে পারে। পরবর্তীতে নতুন ভবন নির্মাণ হলে ব্যবসায়ীরা যাতে করে তাদের নিজ নিজ ঘর পেতে পারে সে ব্যাপারেও সহযোগীতা করবেন।
মতবিনিময় সভায় পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, জিয়া মার্কেটের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক হারুন মোল্লা। এসময় উপস্থিত ছিলেন ভোলা পৌরসভার প্যানেল মেয়র মঞ্জুরুল আলম, কমিশনার ওমর ফারুক, এরফানুর রহমান মিথুন মোল্লা, মাইনুল ইসলাম শামীম, শওকত হোসেন, সালাহ উদ্দিন লিংকন, পৌরসভার ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন আরজুসহ আওয়ামীলীগ, যুবলীগের নেতৃবৃন্দ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ভোলা পৌর সভার সচিব মোঃ আবুল কালাম আজাদ।

বাংলাদেশ সময়: ২১:৫৮:০১   ৯৫০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হচ্ছে
ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪রাজাপুরে উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের উঠান বৈঠক অনুষ্ঠিত
ভোলার গ্যাস উৎপাদন: বাড়তি খরচে কূপ খনন করতে চায় রাশিয়ার গাজপ্রম
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
গাজায় ইসরায়েলি হামলায় ৩৪৬২২ ফিলিস্তিনি নিহত
মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে একধাপ এগিয়ে মনপুরায় বঙ্গবন্ধুর চিন্তানিবাস পর্যটন কেন্দ্রস্থান সচিবের পরিদর্শন ॥
শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আর্কাইভ