ভোলায় শান্তিপূর্ণ সহাবস্থান থেকে সকল দলের প্রচার-প্রচারণা চলছে: তোফায়েল আহমেদ।

প্রথম পাতা » জাতীয় » ভোলায় শান্তিপূর্ণ সহাবস্থান থেকে সকল দলের প্রচার-প্রচারণা চলছে: তোফায়েল আহমেদ।
বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮



 

---॥ মো:তৈয়বুর রহমান ॥।। ভোলাবাণী।।

ভোলা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভোলায় শান্তিপূর্ণ সহাবস্থান থেকে সকল দলের প্রচার-প্রচারণা চলছে। এখানে এখন পর্যন্ত কোনো নির্বাচনী সংঘাতের ঘটনা ঘটেনি। গত ১০ বছর ভোলার বিএনপি নেতা-কর্মীরা শান্তিতে ছিল। এখনো আছে।

বুধবার ভোলার দক্ষিণ দিঘলদী, ইলিশাসহ বিভিন্ন স্থানে পথসভায় এসব কথা বলেন তোফায়েল আহমেদ।

এসময় তিনি আরও বলেন, ২০০১ সালে বিএনপি সাধারণ মানুষের ওপর যে অত্যাচার নির্যাতন করেছে মানুষ তা এখনো ভুলেনি। তাই আজ সাধারণ মানুষ তাদের সাথে নেই। তাদের নেতা-কর্মীরাও আওয়ামী লীগে যোগ দিচ্ছেন। 

 

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ ব্যাপী ব্যাপক উন্নয়ন হয়েছে। ভোলার নদী ভাঙনরোধসহ হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছ। তাই মানুষ আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে শেখ হাসিনার পক্ষে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও বঙ্গবন্ধু কন্যাকে প্রধানমন্ত্রী বানাবে।

১৯৭০ সালের প্রসঙ্গ তুলে তোফায়েল আহমেদ বলেন, ৭০ সালে বঙ্গবন্ধুর পক্ষে যে গণজোয়ার দেখেছিলাম এবার দেশব্যাপী সেই গণজোয়ার বইছে। গ্রাম-গঞ্জে যেখানেই আওয়ামী লীগের পথসভায় হচ্ছে সেখানেই হাজার হাজার মানুষ ছুটে আসছে। কারণ মানুষ উন্নয়নের পক্ষে। মানুষ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আবারও আওয়ামী লীগকেই ভোট দিবে।

পথসভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব সহ প্রমূখ নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়: ২০:৪০:৩৮   ২৬৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


কাউকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেব না : প্রধানমন্ত্রী
বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ট ব্যবসায়ীসহ গ্রাহকবিদ্যুত বিহীন মনপুরা ॥ তীব্রতাপদাহে ভোগান্তিতে সাধারন মানুষ
আজ পহেলা বৈশাখ
সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করুন: প্রধানমন্ত্রী
জনগণের সেবা নিশ্চিত করতে , ভোটের চিন্তা থাকবে না : প্রধানমন্ত্রী
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী
স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের হারানো গৌরব ফিরিয়ে এনেছে : প্রধানমন্ত্রী
১০ বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী
ইলিশা লঞ্চঘাট থেকে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

আর্কাইভ