স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।।
ভোলা সদরের ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ ফেনি জেলার বাসিন্দা সঞ্জয় দত্ত নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ মার্চ) বিকালে ইলিশা লঞ্চঘাটের প্লটনের উপর অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করে ইলিশা ফাঁড়ি পুলিশ।

এই বিষয়টি নিশ্চিত করে ইলিশা ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম মোস্তফা বলেন, এসআই রবিন্দ্র চন্দ্র সিংহ, এএসআই আহসান, এএসআই মাইনুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা লঞ্চঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করি। এসময় সঞ্জয় দত্তকে সন্দেহজনকভাবে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করি। পরে তাকে মাদকসহ আটক করে নিয়ে আসি। মাদক কারবারী সঞ্জয় দত্ত ফেনী জেলার ছাগলনাইয়া থানার শুভপুর ইউনিয়নের গৌরাঙ্গ দত্তের ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে জানা গেছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি বলেন, দ্বীপজেলা ভোলাকে মাদক মুক্ত রাখতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এ জন্য সকলের সহযোগীতা কামনা করছি।
বাংলাদেশ সময়: ১২:০৬:০৬ ১১১ বার পঠিত | গাঁজাভোলামাদক