ভোলায় উন্নয়নে জনপ্রিয়তারশীর্ষে তোফায়েল,প্রচারণায় মাঠে নেই “বিএনপি প্রার্থী”

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় উন্নয়নে জনপ্রিয়তারশীর্ষে তোফায়েল,প্রচারণায় মাঠে নেই “বিএনপি প্রার্থী”
বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮



---মাহমুদুল হাসান ফাহাদ।।॥ভোলাবাণী ।।।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলার প্রতিটি শহরের অলিগলি, পাড়ায় মহল্লায়, গ্রাম গঞ্জে নির্বাচনী প্রচার প্রচারনা বেশ জমে উঠেছে জনগনের মাঝে নির্বাচন নিয়ে মানুষের হিসাব নিকাশও বেশ চোখে পড়ার মত।

দ্বীপজেলা ভোলা-১ আসনে ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার নিয়ে গঠিত সংসদীয় ভোলা-১ আসন। এবারে একাদশ জাতীয় নির্বাচনে এই আসনে ১শত ১৩টি ভোটকেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৯২হাজার ৯৩৩জন ভোটার। যার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১লক্ষ ৫৮হাজার ৪৬জন এবং মহিলা বা নারী ভোটার সংখ্যা ১লক্ষ ৫১হাজার ৮শত ৭৮জন ভোটার এই আসনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

এদিকে ভোলা-১ সংসদীয় আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সাবেক সংসদ ও প্রবীন বর্ষীয়ান নেতা বানিজ্যমন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদে নৌকা প্রতিক নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীতা করবেন। অপরদিকে বিএনপির মনোনীত প্রার্থী ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর ধানেরশীষ প্রতিক নিয়ে নির্বাচন করবেন।

তবে উন্নয়নে দিক বিবেচনায় দেখা যায় বিগত দশবছরে বানিজ্যমন্ত্রীর ব্যাপক উন্নয়ন বাস্তবায়নের মাধ্যমে ইতিমধ্যে ভোলার জনগনের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
এসকল উন্নয়নের মধ্যে ভোলার বিদ্যুতায়নে ২০০৯সালে ৭৭৭১জন গ্রাহক থেকে ২০১৮সালে তা দারিয়েছে ৫২হাজার ৫৫৪জনে গ্রাহকে উন্নতিকরন।
স্থানীয় সরকার এলজিইডি মাধ্যমে ৫৫৪কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন। গনপূর্ত বিভাগের ৬০৭কোটি টাকার কাজের প্রকল্প বাস্তবায়ন করা।
সদর উপজেলাধীন সড়ক বিভাগের প্রায় ৫৭কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা।
জেলা পরিষদের মাধ্যমে ২৪কোটি ৬৯লক্ষ টাকার প্রকল্পের কাজ সম্পন্ন করা।
পানি উন্নয়ন বোর্ডের ১লক্ষ ৬১২ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন এবং আরো ১,৩০০কোটি টাকার প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।
শিক্ষা খাতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টান সংস্কার ও নতুন ভবন নির্মানের মাধ্যমে ১১৩কোটি টাকার প্রকল্প বাস্তবায়নকরা।
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মাধ্যমে ১১০টি সেতু ও কালভার্ট নির্মানের জন্যে ৬১কোটি ২লক্ষ ৫৯হাজার টাকার প্রকল্পের কাজ সম্পন্ন করা।
এছাড়া সমাজসেবা সদর উপজেলা পরিষদের মাধ্যমে ৮৮কোটি ২লক্ষ ৬৫হাজার টাকায় টি আর,কাবি খা,মুক্তিযোদ্ধা ভাতা,বিধবা ভাতা,বয়স্কা ভাতা,প্রতিবন্ধী ভাতা,সহ বিভিন্ন সামাজিক সুরক্ষায় ব্যায়করা।
এদিকে বানিজ্যমন্ত্রীর উন্নয়নের সাফল্যর অন্যতম দিক হচ্ছে ভোলার মানুষের জন্য গ্যাস সংযোগ ব্যবস্থা করা। এইপযন্ত ১,২১৮টি সংযোগের মাধ্যমে ৩৩,৫৫টি বার্নারের ব্যবহার হচ্ছে আরো ৪হাজার গ্রাহকের আবেদনের ফলে সংযোগ পেতে যাচ্ছেন অতিশীগ্রই যা বাস্তবায়নে অপেক্ষারত রয়েছে।
এছড়া তাহার উন্নয়নের মহাপরিকল্পনার মধ্যে প্রক্রিয়াধীন রয়েছে প্রায় ৬০০০কোটি টাকার ব্যায়ে ভোলা- বরিশাল সেতু নির্মানসহ ৮৮৭কোটি টাকা ব্যায়ে সড়ক বিভাগের মাধ্যমে ভোলা টু চরফ্যাশন ১১০কিলোমিটার এর হাইওয়ে রাস্তার কাজ যা প্রক্রিয়াধীন রয়েছে।
তাই তাহার এই উন্নয়নের কাজের জন্য ভোলার জনগনের কাছে ব্যাপক জনপ্রিয়তারশীর্ষে নৌকার প্রার্থী।এছাড়া নির্বাচনী তফসিল ঘোষনার পর পরই মাঠপর্যায় শক্ত অবস্থানে আওয়ামীলীগ।জেলায় ও উপজেলায় নেতাকর্মীদের নির্বাচনমুখী প্রচার প্রচারনায় ভোটারদের সাথে রীতিমত সম্পৃক্ততা এগিয়ে রয়েছে নৌকার প্রার্থী। এছড়া ইতিমধ্যে নির্বাচনী ভোটকেন্দ্রে কমিটি গঠনের মাধ্যমে,১৩টি ইউনিয়নের নেতাকর্মীদের ঘরোয়া উঠান বৈঠক করে জনগনের স্বতস্ফুর্ত অনংশগ্রহও বেশ চোখে পরার মত।এদিকে ঘড়োয়া উঠান বৈঠকে ইউনিয়ন আঃলীগে বিএনপির ও বিজেপিসহ অসংখ্য নেতাকর্মীরা আওয়ামীলীগে যোগদানের ফলে নির্বাচনে মাঠেও শক্তিশালী আওয়ামীলীগ।
এব্যাপারে ভোলা জেলা আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্মক ও জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব বলেন,শেখহাসিনার সরকারের সময়ে ভোলায় ব্যাপক উন্নয়নের করে ভোলার জনগনের আস্থা ও ভালবাসা অর্জন করেছেন ভোলার গনমানুশের নেতা বানিজ্যমন্ত্রী। তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে জনগন আবারো নৌকায় ভোট দিয়ে চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবে এবং ৩০ তারিখে বিপুল ভোটে বিজয়ী করবেন বলে আশা প্রকাশ করেন।

অপরদিকে ভোলার বিএনপির মনোনীত একক প্রার্থী ধানেরশীষ প্রতিক নিয়ে লড়বেন ভোলা জেলা বিএনপির বর্তমান সভাপতি ও জোট সরকারের প্রয়াত সাবেক সংসদ সদস্য ও ধর্ম প্রতিমন্ত্রী মরহুম মোশারেফ হোসেন শাজাহানের ভাই আলহাজ্ব গোলামনবী আলমগীর।জাতীয় সাংসদ নির্বাচনে নতুনমুখ হয়ে ১মবার সংসদ নির্বাচনে অনংশগ্রহ করতে যাচ্ছেন। বিগত ২০০১সাল থেকে সংসদীয় এই আসনে জোটের প্রার্থী হিসেবে ধানেরশীষ নিয়ে লড়েছিলেন বিজেপির চেয়্যারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তবে এইবার বিএনপির জাতীয় নির্বাচনে একক প্রার্থী ভোলা পৌরসভার সাবেক মেয়র এবং ২০১৪সালে ভোলার পৌরনির্বাচনে ধানেরশীষ নিয়ে প্রতিদন্ডতা করে নৌকার প্রার্থীর কাছে পরাজিত এই প্রার্থী কে জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ বিএনপির মনোনীত প্রার্থী ধানেরশীষ প্রতিক নিয়ে নৌকার বিপক্ষে লড়বেন আলহাজ্ব গোলামনবী আলমগীর।

এদিকে নির্বাচনী তফসিল পর থেকে এখনপযন্ত মাঠপর্যায় নেতাকর্মীদের নেই কোন প্রস্তুতি বা প্রচারণা। নির্বাচনী বিষয়ে নেতাকর্মীদের মধ্যে নেইকোন প্রস্তুতিমুলক কেন্দ্রকমিটি করার সাংগঠনিক পদক্ষেপ।
এব্যাপার বিএনপির দলত্যাগ করে সদ্য আওয়ামীলীগে যোগদানকরা নেতাকর্মীদের কাছে জানতে চাইলে,তারা বিএনপির নিজস্ব দলীয় ক্রোন্দলের কারনে নেতাকর্মী ক্ষোভের বহিঃপ্রকাশ দলত্যাগ করতে বাধ্য হচ্ছে অসংখ্য বিএনপির নেতাকর্মী।
এব্যাপার ভোলা জেলা বিএনপি সাধারন সম্পাদক হারুনুর রশিদ ট্রুমেন বলেন,যদি সুষ্ঠ পরিবেশ নির্বাচন হয় তাহলে বিএনপির প্রার্থীর জয়লাভ করবে বলে জানান এবং অচিরেই প্রচারে নামবে বিএনপির প্রার্থী।

এদিকে ভোলার সাধারন ভোটারদের কাছে জানতে চাইলে তারা উন্নয়নের প্রার্থীকে বেছে নিতে আগ্রহ প্রকাশ করেন। আবার কেউকেউ নতুনপ্রার্থীর সুযোগের কথাও তুলেধরেন তবে সচেতন ভোটার ও তরুনেরা চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিজ নিজ মতপ্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ২৩:৩১:০৮   ২৮৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
গুজবে কেউ কান দেবেন নাঅটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: মোহাম্মদ ইউনুছ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥

আর্কাইভ