ইতিহাসের পাতায় নিজেদের নাম লেখালো লাল-সবুজের দল।মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ ৫০৮ রান ।

প্রথম পাতা » খেলাধূলা » ইতিহাসের পাতায় নিজেদের নাম লেখালো লাল-সবুজের দল।মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ ৫০৮ রান ।
শনিবার, ১ ডিসেম্বর ২০১৮



মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ ৫০৮ রান করার পর ব্যাটিংয়ে নেমেই নাস্তানাবুদ হয় ওয়েস্ট ইন্ডিজ।ভোলাবাণী স্পোর্টস ডেক্স।। মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ ৫০৮ রান করার পর ব্যাটিংয়ে নেমেই নাস্তানাবুদ হয় ওয়েস্ট ইন্ডিজ। শুধু তাই নয়, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের সৌজন্যে টেস্ট ক্রিকেটে দীর্ঘ ১২৮ বছরের রেকর্ড ভেঙে বাংলাদেশ গড়েছে ইতিহাস। প্রথমবারের মতো কোনো ইনিংসের প্রথম পাঁচ ব্যাটসম্যানকেই বোল্ড করে এই রেকর্ড গড়ে লাল-সবুজের দল।

শনিবার ঢাকা টেস্টের দ্বিতীয় ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে প্রথম পাঁচ ব্যাটসম্যাকেই বোল্ড করেন বাংলাদেশের বোলাররা। যার মাধ্যমে ইতিহাসের পাতায় নিজেদের নাম লেখালো বাংলাদেশ। নাম উঠেছে ওয়েস্ট ইন্ডিজেরও। তবে সেখানে তাদের নাম থাকবে প্রতিপক্ষ হিসেবে।
১২৮ বছরের মধ্যে প্রথম হলেও টেস্ট ক্রিকেটের কোনো ম্যাচে এই নিয়ে তৃতীয়বার কোনো ইনিংসের প্রথম পাঁচ ব্যাটসম্যানই বোল্ড হলেন। এর আগে ১৮৭৯, ১৮৯০ সালে কোনো ম্যাচের কোনো ইনিংসে প্রথম পাঁচ ব্যাটসম্যানই বোল্ড হয়েছিলেন।

এমন ঘটনা প্রথম ঘটে ১৮৭৯ সালে। মেলবোর্নে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে। ওই ম্যাচের প্রথম ইনিংসে ইংল্যান্ডের প্রথম ছয় ব্যাটসম্যানই বোল্ড আউট হয়েছিলেন।

এরপরের ঘটনা ১৮৯০ সালে। ওভালে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে। ওই ম্যাচের তৃতীয় ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে প্রথম সাত ব্যাটসম্যানই বোল্ড আউট হন।

বাংলাদেশ সময়: ২০:৫৯:৪৪   ২৮২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধূলা’র আরও খবর


ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজতামিম-রিশাদ ঝড়ে টাইগারদের সিরিজ জয়
শান্তর সেঞ্চুরি ও মুশফিকের ব্যাটিং নৈপুর্নে সিরিজে এগিয়ে বাংলাদেশ
ভোলায় ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা
মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে উদ্যোগে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত ॥
বাংলাদেশ-শ্রীলংকা টি টুয়েন্টিছয় মেরে জয় এনে দিলেন শান্ত
মাহমুদউল্লাহ ও জাকেরের ঝড়ো ব্যাটিংয়েও জিততে পারলো না বাংলাদেশ
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত

আর্কাইভ