বোরহানউদ্দিনে ৪৭ বছর পর কুরিয়ে পাওয়া নারীর পরিবারের সন্ধ্যান ॥ স্বজনদের মাঝে আনন্দের বন্যা

প্রথম পাতা » প্রধান সংবাদ » বোরহানউদ্দিনে ৪৭ বছর পর কুরিয়ে পাওয়া নারীর পরিবারের সন্ধ্যান ॥ স্বজনদের মাঝে আনন্দের বন্যা
শনিবার, ১ ডিসেম্বর ২০১৮



৪৭ বছর আগে হারিয়ে যাওয়া সুনেকা বেগম এবং আশ্রয় দাতা মোশারফ সিকদারের ছেলে ওসি জিয়াউল আহসান।কুমকুম বেগম॥ভোলাবাণী।। বোরহানউদ্দিন প্রতিনিধি:

ভোলা বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের মতিন সিকদার বাড়ীতে ৪৭ বছর ধরে আশ্রিতা ৭০ বয়োশর্ধ্ব নারীর পরিচয় উদ্ধার করা হয়েছে। পরিবার ও আশ্রয় দাতার পরিবারের মাঝে আনন্দের জোয়ার বইছে।
আশ্রয় দাতা মোশারফ সিকদারের মেঝো ছেলে বর্তমান মুলাদী থানার ওসি জিয়াউল আহসান সিকদারের কাছে ঘটনার বিবরন জানতে চাইলে তিনি জানান, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন বোরহানউদ্দিন কাচিয়া ইউনিয়নের সিকদার হাটে মানসিক প্রতিবন্ধী এক যুবতী মহিলাকে দেখা গেলে মতিন সিকদার বাড়ির মরহুম মোশারফ সিকদার আমার পিতা তাকে বাড়িতে এনে আশ্রয় দেয়। তাকে তার ঠিকানা বলতে বললে সে শুধু মুখে মোহন, ছাত্তার এই কথাগুলো ছাড়া আর কিছুই বলতে পারতো না। তখন তাকে ¯’ানীয় চিকিৎসক দেখালে তারা জানায় সে মানসিক রোগি এবং তার স্মৃতি মুছে গেছে। সেই থেকে মহিলা আমাদের বাসায় আশ্রিতা হিসাবে বসবাস করতে শুরু করে এবং আমাদের পরিবারের সকল সদস্য নিজের পরিবারের অংশ হিসাবে তাকে আদর যতœ করে আলগে রাখি বর্তমানে ৭০ উর্ধ্বে বয়স এবং বাধ্যকে শরীর অনেকটা ন্যুজ হয়ে গেছে। আমি চাকুরী সুবাদে বাড়িতে দীর্ঘ ২৮ বছর খুব কমই বাড়িতে আসা পড়ে আসলে আমি তাকে তার বাড়ির ঠিকানা জিজ্ঞেস করলে শুধু মোহন, ছাত্তার এগুলো ছাড়া আর কিছুই বলতো না এবং আমাদের নিজের সন্তানের মতো মানুষ করছে। আমরাও তাকে মায়ের মতো শ্রদ্ধা করতাম। এক সময় তার ঠিকানা সন্ধানের আশা ছেড়েই দিয়েছিলাম। ২০১৭ সালে শেষের দিকে স্মৃতি কিছুটা ফিরে আসতে শুরু করে এবং মোহন, ছাত্তার এগুলোর পাশাপাশি গয়নাঘাটা, পালদী, আলা মসজিদ, ভাই রাজা এগলো বলতে থাকে কিš‘ থানার নাম বলতে চেষ্টা করে তখন আমরা তার বরিশালে আঞ্চলিক কথাবার্তায় বরিশালে কাছে কোন থানা ধরে নেই কিš‘ বলতে পারে না, ইদানিং মাস দুয়েক আগে আমার ছোট ভাই নাজমুল সিকদার আমাকে ফোনে জানায় রিজির মা (আমরা তাকে এই নামে ডাকি) গৌরনদীর আলা মসজিদের কাছে তাদের বাড়ি এবং পিতার নাম ইব্রাহীম বলে জানায়। আমি তখন গৌরনদী থানার অফিসার ইনচার্জের কাছে আলা মসজিদের কাছে ইব্রাহীম মিয়া নামের কোন লোক বসবাস করত কিনা এবং তার কোন মেয়ে স্বাধীনতা যুদ্ধের সময় হারিয়ে গেছে কিনা তা জানার জন্য অনুরোধ করলে তিনি গৌরনদীর বর্তমান লিটন কাউন্সিলরের সাথে যোগাযোগ করলে কাউন্সিলর ঘটনার সত্যতা উদ্ধার করে তাদের পরিবারের লোকজনকে মুলাদি থানায় আমার কাছে পাঠিয়ে দিলে তাদের বর্নিত ঘটনার সাথে ৪৭ বছর আগের ঘটনার মিলে যায় এবং তারা তাদের হারিয়ে যাওয়া সুনেকা বেগম (পরিবারের নাম) কে ফিরিয়ে নিতে বর্তমানে আমাদের গ্রামের বাড়িতে অব¯’ান করছে।
এ ব্যাপারে সুনেকা বেগমের মেয়ে জামাই ডাক্তার সামাদ জানান, আমি সুনেকা বেগমের একমাত্র মেয়ের জামাই আমি বিয়ের সদয় শুনেছি আমার শাশুরীর গোপাল গঞ্জের কোটালি পাড়াতে বিয়ে হয়েছিল এবং শশুরের নাম মোহন কিš‘ আমার স্ত্রী জম্মের কিছুদিন পর তার মানসিক রোগ হয় এবং আমার নানা শশুর তাকে নিজের কাছে নিয়ে আসার পথিমধ্যে হারিয়ে গেছে এবং এত বছর পর আমরা ধরে নিয়েছি তিনি মারা গেছেন কিš‘ আল্লাহ অশেষ কৃপায় আমরা তাকে ফিরিয়ে পেয়েছি বাকি জীবন আমাদের সাথে থাকুক এই জন্য নিতে এসেছি। সাথে ভাজি জামাই জিল্লুর রহমান ও নাতিন জামাই আবু হানিফ খুশির কান্নাতে মোশারফ সিকদারের পরিবারকে কৃতজ্ঞা জানান। আপনাদের উছিলায় আমরা হারানো বন্ধন খুজে পেয়েছি আল্লাহ আপনাদের মঙ্গল করুন আমরা এই ফরিয়াদ করি। আশ্রিতা সুনেকা বেগমকে জিজ্ঞেস করলে সে বলে আমি বাড়ি যাবো কিš‘ আবার এখানে ফিরে আসবো।

বাংলাদেশ সময়: ২০:৩৯:৫১   ৩৯৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে

আর্কাইভ