সারাদেশের সাংবাদিকদের তালিকা হচ্ছে

প্রথম পাতা » প্রধান সংবাদ » সারাদেশের সাংবাদিকদের তালিকা হচ্ছে
শনিবার, ২১ জানুয়ারী ২০১৭



---ভোলাবাণী  ডেস্ক: সারাদেশের সাংবাদিকদের তালিকা প্রণয়নের জন্য জেলা প্রশাসকদের (ডিসি) কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। গত বৃহস্পতিবার থেকে জেলা প্রসাশকদের কাছে দেশের সাংবাদিকদের একটি তালিকা তৈরির জন্য এ চিঠি পাঠানো হয় বলে প্রেস কাউন্সিল সূত্রে জানা গেছে।

প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার বলেন, মূলত সারাদেশের সাংবাদিকদের একটা তালিকা করার জন্যই প্রেস কাউন্সিলের এই উদ্যোগ। এ লক্ষ্যে গত বৃহস্পতিবার জেলা প্রশাসকদের চিঠি পাঠানো হয়েছে। ডিসিরা একটি তালিকা তৈরি করে তা প্রেস কাউন্সিলে পাঠাবেন। পরবর্তীতে এটা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

তিনি বলেন, অন্যদিকে উপজেলা পর্যায়ে সাংবাদিকদের তালিকা সেখানকার নির্বাহী কর্মকর্তারা সংগ্রহ করে তা জেলা প্রশাসকদের কাছে পাঠাবেন। সব শেষ তালিকা যখন আমাদের হাতে এসে পৌঁছাবে তখন এটাকে আমরা প্রেস কাউন্সিলের ওয়েবসাইটে সংরক্ষণ করে রাখবো।

তিনি আরো বলেন, প্রত্যেক পেশায় একটা স্বীকৃতির বিষয় থাকে। যারা আইনজীবী তাদের নির্ধারিত শিক্ষাগত যোগ্যতার পর বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদ নিতে হয়। কিন্তু সাংবাদিকতায় সে ধরনের কোনো কিছু নেই। তাই যে কেউ এই পেশায় এসে মূলধারার সাংবাদিকদের ভাবমূর্তি নষ্ট করেন। এ কারণেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২০:১০:৩৫   ১৫৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


মনপুরায় কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে অবহিতকরন সভা অনুষ্ঠিত
উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল
দক্ষিণ আইচায় ধান ক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
ভোলায় লাশ গোসলের আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে: জেলা প্রশাসক
ভোলায় বর্জপাতে কৃষকের মৃত্যু
ফিলিস্তিনে গণহত্যা প্রতিবাদে ভোলায় ছাত্রলীগের পতাকা উত্তোলন ও পদযাত্রা কর্মসূচি
মনপুরায় দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত ॥
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হচ্ছে
ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

আর্কাইভ