খালেদা জিয়ার মুক্তির দাবীসহ বিভিন্ন দাবীতে ভোলা বিএনপির স্মারকলিপি

প্রথম পাতা » প্রধান সংবাদ » খালেদা জিয়ার মুক্তির দাবীসহ বিভিন্ন দাবীতে ভোলা বিএনপির স্মারকলিপি
বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮



---স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে নিরপেক্ষ সরকারের অধীনে সকলের নিকট গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠভাবে অনুষ্ঠানের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দাবী ও লক্ষ্য সমূহ সরকারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে’। তারই ধারাবাহিকতায় বুধবার সারাদেশের ন্যায় ভোলায় স্মারকলিপি প্রদান করেছে বিএনপি। বিএনপি নেতৃবৃন্দ ৭ দফা কর্মসূচী সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে তুলে ধরেছেন।
জেলা বিএনিপর সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব গোলাম নবী আলমগীর স্বাক্ষরিত ওই স্মারকলিপি সূত্রে জানা গেছে, গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠভাবে পরিচালিত হওয়া অত্যন্ত জরুরী। সেই লক্ষ্যে নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে নিন্ম বর্ণিত দাবী সমূহ পূরণ করতে হবে। দাবীগুলো হচ্ছে-১। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশ্বর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার। ২। জাতীয় সংসদ বাতিল করা। ৩। সরকারের পদত্যাগ ও সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা সাপেক্ষে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা। ৪। যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন পুন গঠন করতে হবে। ৫। সুষ্ঠ নির্বাচনের স্বার্থে প্রতিটি ভোটকেন্দ্রে ম্যাজেষ্ট্রেসি ক্ষমতাসহ সশস্ত্রবাহিনী নিয়োগ নিশ্চিত করা। ৬। নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে দেশীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগের ব্যবস্থা নিশ্চিত করা এবং সম্পূর্ণ নির্চাচন প্রক্রিয়া পর্যবেক্ষণে তাদের উপর কোন প্রকার বিধি-নিষেধ আরেপ না করা। ৭। (ক) দেশের বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীর মুক্তি, সাজা বাতিল ও মিথ্যা মামলা প্রত্যাহার। (খ) নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ থেকে নির্চাচনী ফলাফল চুড়ান্তভাবে প্রকাশিত না হওয়া পর্যন্ত চলমান সকল রাজনৈতিক মামলা স্থগিত রাখা ও নতুন কোন ধরনের মামলা না দেওয়া নিশ্চয়তা। (গ) পুরনো মামলায় কাউকে গ্রেফতার না করার নিশ্চয়তা। (ঘ) কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়কের দাবীতে শিক্ষার্থীদের আন্দোলন, সাংবাদিকদের আন্দোলন এবং সামাজিক গণমাধ্যমে স্বাধীন মত প্রকাশের অভিযোগে ছাত্র-ছাত্রী, সাংবাদিকসহ সকলের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানীমূলক মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের মুক্তির নিশ্চয়তা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম খান, সাবেক প্রচার সম্পাদক বশির হাওলাদার, জেলা বিএনিপ নেতা হেলাল উদ্দিন, বাপ্তা ইউপির সাবেক চেয়ারম্যান মিন্টু মোল্লা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতা এডভোকেট আমিরুল ইসলাম বাছেদ, এডভোকেট মোঃ ইউসুফ, যুবদল নেতা নাজিম উদ্দিন নিক্সন প্রমূখ।

বাংলাদেশ সময়: ৯:৪২:১৭   ২২৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
গুজবে কেউ কান দেবেন নাঅটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: মোহাম্মদ ইউনুছ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥

আর্কাইভ