শেখ হাসিনা ক্ষমতায় থাকলে গ্রাম শহরে পরিণত হবে’-উপমন্ত্রী জ্যাকব

প্রথম পাতা » প্রধান সংবাদ » শেখ হাসিনা ক্ষমতায় থাকলে গ্রাম শহরে পরিণত হবে’-উপমন্ত্রী জ্যাকব
শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮



ক্রেস্ট বিতরন করছেন  পরিবেশ ,বন ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রী আবদুল্যাহ আল ইসলাম জ্যাকব এমপি।মোঃ ছালাহউদ্দিন।।ভোলাবাণী।। মনপুরা সংবাদদাতা ॥ শেখ হাসিনা ক্ষমতা থাকলে গ্রাম শহরে পরিণত হবে। সেই লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে এই সরকার কাজ করে যা”েছ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই দেশের মানুষ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে ফের আ’লীগকে ক্ষমতায় বসাবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নাই।

শুক্রবার ভোলার মনপুরা উপজেলায় আওয়ামী মৎস্যজীবিলীগের ত্রি-বার্ষিক সম্মেলন, ছাত্র গণসংবর্ধনা ও অধ্যক্ষ নজরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এম.পি।

এই সময় উপমন্ত্রী মনপুরা মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা একাডেমিক ভবন, ফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা একাডেমিক ভবন, ৩ কোটি টাকা ব্যায়ে অত্যাধুনিক ডাকবাংলো ভবন, মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা ভবন ও সাকুচিয়া নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের ৩ তলা ভবনের ভিত্তি প্র¯’র উদ্বোধন করেন।

উপমন্ত্রী জ্যাকব ছাত্র গণ সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বলেন, ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করে মনে করেছে বাংলার মানুষের মন থেকে বঙ্গবন্ধু মুজিবকে মুছে ফেলবে। তাদের সেই লক্ষ্য পূরণ হয়নি। বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করতে দিন-রাত পরিশ্রম করে যা”েছন বঙ্গবন্ধুর কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়াও উপমন্ত্রী বলেন, চরফ্যাসন-মনপুরাকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মান, রাস্তা পাকা করন, ফায়ার সার্ভিস ভবন ¯’াপন, কোর্ট ভবন, খাদ্য গুদাম ভবন, আধুনিক অডিটোরিয়াম নির্মান, সাবরেজিস্টার অফিস, হাসপাতালের উন্নয়ন সহ প্রায় চার হাজার কোটি টাকার উন্নয়ন করা হয়েছে। কিš‘ ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে কোন উন্নয়ন করেনি, করেছে শুধু লুটপাঠ। এই অঞ্চলে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আমার বাবার খবর জিয়ারত করতেও দেইনি। ২০০৮ সালের নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে বিএনপির প্রার্থীর বাড়িতে মিষ্টি ও ফুল নিয়ে যাই। পরে উপমন্ত্রী আগামী নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ফের নৌকায় ভোট চান।

এই সময় উপ¯ি’ত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যন শেলিনা আকতার চৌধুরী, সম্পাদক একেএম শাহজাহান মিয়া, সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক, উপজেলা নির্বাহী অফিসার আবদুল আজিজ ভূঞা, সহকারি পুলিশ সুপার শামীম কুদ্দুস ভূইয়া, ওসি ফোরকান আলী, জেলা আওয়ামী মৎস্যজীবিলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম নকিব, সাধারন সম্পাদক নাছির খন্দকার, চরফ্যাসন পৌর আ’লীগের সম্পাদক ও নজরুল ফাউন্ডেশনের সম্পাদক মনির হোসেন শুভ্র, উপজেলা যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, ইউপি চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর, যুবলীগ সম্পাদক মনিরুজ্জামান মনির সহ আ’লীগ ও সকল সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে নিজ হাতে ক্রেস্ট ও সনদ ¦িতরন করেন উপমন্ত্রী জ্যাকব এমপি।

মনপুরা আওয়ামী মৎস্যজীবিলীগের সম্মেলনে, আবুল কাশেম মেম্বারকে সভাপতি, সহ-সভপতি সুলতান আহম্মেদ মাঝি, সাধারন সম্পাদক পদে মোঃ কবির মাঝি ও সাংগঠনিক সম্পাদক পদে ইসলাম ফরাজীর নাম ঘোষনা করেন জেলা মৎস্যজীবিলীগের সম্পাদক নাছির খন্দকার।

বাংলাদেশ সময়: ৯:৪১:২৯   ৩৯২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
গুজবে কেউ কান দেবেন নাঅটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: মোহাম্মদ ইউনুছ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

আর্কাইভ