মনপুরা মৎস্যজীবীলীগের সম্মেলনকে ঘিরে পদ প্রত্যাশীদের দৌড়-ঝাপ ॥

প্রথম পাতা » ব্রেকিংনিউজ » মনপুরা মৎস্যজীবীলীগের সম্মেলনকে ঘিরে পদ প্রত্যাশীদের দৌড়-ঝাপ ॥
বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮



মোঃ ছালাহউদ্দিন।।---।। মনপুরা সংবাদদাতা ॥  আগামী ১৪ই সেপ্টম্বর অনুষ্ঠিত হতে যা”েছ মনপুরা উপজেলা জাতীয় মৎস্যজীবীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন । শ্রমিকলীগের সম্মেলনকে ঘিরে ঝিমিয়ে পড়া নেতাকর্মীদের মাঝে ফিরে এসেছে প্রাণ চাঞ্চল্য। চরফ্যাশন মনপুরার উন্নয়নের রুপকার পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির উপ¯ি’ততিতে সম্মেলন অনুষ্ঠিত হ”েছ। প্রিয় নেতার উপ¯ি’তিতে শ্রমিকলীগের সম্মেলন হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ করা গেছে। পদ পেতে প্রতিদিন উপজেলা সদরে চলছে পদ প্রত্যাশীদের নের্তৃতে দৌড় ঝাপ ও শোডাউন।
সম্মেলনকে ঘিরে পদ প্রত্যাশীরা উপজেলার নেতাদের দ্বারে দ্বারে ধন্যা দি”েছন। পদ প্রত্যাশীরা পছন্দের নেতাদের ছবিসহ রং-বেরংয়ের প্লেকার্ড,ব্যানার,পেষ্টুন,তোরন নির্মান করতে ব্যাস্ত সময় পার করছেন।
তবে কমিটিকে ঘিরে আলোচনার শীর্ষে রয়েছেন উপজেলা মৎস্যলীগের আহবায়ক আবুল কাশেম মেম্বার। সভাপতি পদে একমাত্র তার নাম ছাড়া অন্য কোন প্রার্থীর নাম এখনও শোনা যায়নি। সাধারন সম্পাদক পদে ৩ জনের নাম উঠেএসেছে। এদের মধ্যে ত্যাগী দীর্ঘদিন ধরে যিনি মৎস্যজীবীলীগকে ধরে রেখেছেন তিনি হলেন জাতীয় মৎসন্যজীবী সমিতির সভাপতি ও উপজেলা মৎস্যজীবীলীগের যুগ্ন আহবায়ক মোঃ সুলতান আহম্মদ মাঝি। সাধারন সম্পাদক পদে তার নাম আলোচনার শীর্ষে। এছাড়াও যুগ্ন আহবায়ক মোঃ কবির মাঝি ও কোরবান আলী বেপারীরর নাম আলোচনায় এসেছে। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ইসলাম ফরাজীর নাম শোনা যায়। সাংগঠনিক ঐক্য মজবুত রাখার জন্য পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এম.পি যে ভাবে কমিটি গঠন করবেন সেটি মেনে নিয়ে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাবেন বলে জানান পদ প্রত্যাশীূ নেতারা।
সম্মেলনকে সফল করতে ইতি মধ্যে নেতাকর্মীরা মাঠে কাজ শুরু করেছেন। দিন যত ঘনিয়ে আসছে পদ প্রত্যাশিরা ততই ব্যাস্ত হয়ে পড়েছেন। তারা সাধারন জেলেদের কাছে গিয়ে নেতাকর্মীদের প্রান চাঞ্চল্য সৃষ্টি করছেন। অপর দিকে সম্মেলনকে সফল করতে প্রতিদিন কাজ করে যা”েছন পদপ্রত্যাশীরা।

বাংলাদেশ সময়: ২০:৩৯:৪৮   ৩৬৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ব্রেকিংনিউজ’র আরও খবর


শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
গুজবে কেউ কান দেবেন নাঅটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: মোহাম্মদ ইউনুছ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মনপুরায় সম্বাব্য প্রার্থীদের অনলাইনে নোমিনেশন পেপার সাবমিট বিষয়ে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত ॥

আর্কাইভ