আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আপনারা শান্তিতে থাকবেন ॥ ভোলায় শ্রীকৃষ্ণের জম্মাষ্টমীর উদ্বোধনকালে বাণিজ্যমন্ত্রী

প্রথম পাতা » প্রধান সংবাদ » আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আপনারা শান্তিতে থাকবেন ॥ ভোলায় শ্রীকৃষ্ণের জম্মাষ্টমীর উদ্বোধনকালে বাণিজ্যমন্ত্রী
সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮



---স্টাফ রিপোর্টার ।।ভোলাবাণী ।।
বিএনপি ক্ষমতায় এলে তারা প্রথম দিনেই এক লাখ মানুষ হত্যা করবে, আপনারা কেউ বাড়ি ঘরে থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, অশুভের বিরুদ্ধে একটি শুভ সমাজ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি ক্ষমতায় এলেই সকল উন্নয়ন বন্ধ হয়ে যাবে। বিএনপি ক্ষমতায় এলে পূর্বের মতো তারা আপনাদের উপর নির্যাতন চালাবে। আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আপনারা শান্তিতে থাকবেন। দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে হবে। রবিবার (২ সেপ্টেম্বর) বিকালে শহরের বাংলাস্কুল মাঠের ভাসানী মঞ্চে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ভোলা জেলা শাখার আয়োজনে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জম্মাষ্টমী শোভাযাত্রা উদ্বোধনকালে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশকে উন্নয়নের রোল মডেল পরিণত করেছেন, দেশ এখন আন্তর্জাতিক বিশ্বে মর্যাদার আসনে। তার নেতৃত্বে উন্নয়ন হচ্ছে। এ সময় মন্ত্রী হিন্দুদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তাদের নিজেদের নিরাপদ মনে করার আহবান জানান এবং হিন্দুদের দাবীর প্রেক্ষিতে ভোলা পৌর মহা-শ্মশানকে অচিরেই একটি আধুনিক শ্মাশানে রূপান্তরনের ঘোষনা দেন মন্ত্রী।
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে শ্রীকৃষ্ণের জম্মাষ্টমী উদযাপিত হয়। আলোচনা সভা শেষে বাংলাস্কুল মাঠের ভাসানী মঞ্চ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী ভোলা শহর প্রদক্ষিন করে ভোলার কেন্দ্রীয় মন্দির মদনমোহন ঠাকুর মন্দিরে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন উপজেলা থেকে ধর্মপ্রান হিন্দু ধর্মাবলম্বীরা অংশগ্রহন করে।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জন্মাষ্টমীর শুভ উদ্বোধন করেন। এ সময় বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক পীর হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, ভোলার জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক, জেলা পুলিশ সুপার মোকতার হোসেন, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির, জেলা আ’লীগ সাধারন সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, ভোলা সদর উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, সাধারন সম্পাদক বাবু গৌরাঙ্গ চন্দ্র দে।
ভোলা সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শান্ত ঘোষ এর উপস্থাপনায় এসময় আরও উপস্থিত ছিলেন, ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সম্পাদক অসীম সাহা, ভোলা সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক জয় চন্দ্র দে, সাংগঠনিক সম্পাদক রাজন সাহা, গণসংযোগ সম্পাদক মিঠুন দে, বাসুদেব ভক্ত, রনজিৎ বেপারী। র‌্যালিতে পুলিশের নিচ্ছিদ্র নিরাপত্তা জোরদার ছিলো।
এদিকে, এছাড়াও শ্রী শ্রী মদনমোহন ঠাকুর জিউর মন্দির শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জম্মাষ্টমী উদযাপন উপলক্ষে ৬ দিন ব্যাপী জন্ম উৎসবের আয়োজন করেছে। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) প্রচার কেন্দ্র ভোলা তিন দিন ব্যাপী শ্রী কৃষ্ণের তিথি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।

বাংলাদেশ সময়: ১২:৪৩:২২   ২২০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
গুজবে কেউ কান দেবেন নাঅটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: মোহাম্মদ ইউনুছ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥

আর্কাইভ