ভোলায় বিএনপির ৯৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা।। গ্রেফতার ২

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় বিএনপির ৯৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা।। গ্রেফতার ২
শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮



---স্টাফ রিপোর্টার ।।ভোলাবাণী।। ভোলায় বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর ককটেল নিক্ষেপের ঘটনায় বিএনপির ৯৮ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বাদী হয়ে শুক্রবার রাতে ভোলা সদর মডেল থানায় এ মামলা দায়ের করে। ইতোমধ্যে জেলা বিএনপির সম্পাদকসহ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

ভোলা সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগীর মিঞা জানান, শুক্রবার রতে ভোলা শহরের মহাজনপট্টি এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর একটি মিছিল থেকে দলটির নেতা-কর্মীরা পুলিশের টহল টিমকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এতে ৪ পুলিশ সদস্য আহত হয়।

এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ছগীর বাদী হয়ে বিএনপির ৯৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যানসহ মামলার দুই আসামিকে পুলিশ রাতেই গ্রেফতার করে।

এছাড়া বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। মামলায় প্রায় ১০০/১৫০ জন অজ্ঞাতনামা নেতাকর্মীকেও আসামি করা হয় বলেও তিনি জানান।

এদিকে ঘটনার পর থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান পুলিশ সুপার মো. মোক্তার হোসেন।

আগামী নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন কোনো নাশকতা করতে না পারে এ ব্যাপারে পুলিশ শক্ত অবস্থানে রয়েছে। নাশকতাকারীদের কোনো প্রকার ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬:৫৪:১৯   ২৮৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
গুজবে কেউ কান দেবেন নাঅটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: মোহাম্মদ ইউনুছ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥

আর্কাইভ