উপকূল এবং মোহনায় ২২ দিন ইলিশ আহরণ, বিক্রি ও মজুদ নিষিদ্ধ

প্রথম পাতা » প্রধান সংবাদ » উপকূল এবং মোহনায় ২২ দিন ইলিশ আহরণ, বিক্রি ও মজুদ নিষিদ্ধ
মঙ্গলবার, ২৮ আগস্ট ২০১৮



--- স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।।

ভোলা সহ দেশের ২৭টি জেলার সব নদ-নদী, সমুদ্র উপকূল এবং মোহনায় ২২ দিন ইলিশ আহরণ, বিক্রি ও মজুদ নিষিদ্ধ করা হচ্ছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমটি নিরাপদ করতে এ সিদ্ধান্ত নেয়া হয়। ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত এই ২২ দিন মা ইলিশ সংরক্ষণের অংশ হিসেবেই এই নিষেধাজ্ঞা জারি করবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়।

এই সময়ের মধ্যে ইলিশ আহরণের পাশাপাশি দেশব্যাপী বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুদ ও বিনিময় নিষিদ্ধ থাকবে। কোন ব্যক্তি নিষেধাজ্ঞা অমান্য করলে মৎস্য সংরক্ষণ আইনে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডের সাজা হতে পারে। মৎস্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুদ আরা মমি জানান, আগামী ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের অংশ হিসেবে ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ করার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে সহসাই এই নিষেধাজ্ঞা জারি হবে। এই নিষেধাজ্ঞার মধ্যে ইলিশের নিরাপদ প্রজননের জন্য ২৭টি জেলার সব নদ-নদী, সমুদ্র উপকূল এবং মোহনায় এই রূপালী মাছ আহরণ নিষিদ্ধ থাকবে।

দেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকা ২৭ জেলা হচ্ছে- বাগেরহাট, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, শরীয়তপুর, ব্রাক্ষনবাড়িয়া, ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ি, জামালপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, খুলনা, কুষ্টিয়া ও রাজশাহী।

বাংলাদেশ সময়: ২০:৩৯:০১   ৫৯৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
গুজবে কেউ কান দেবেন নাঅটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: মোহাম্মদ ইউনুছ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥

আর্কাইভ