ঈদের দিন থেকে ‘মনে রেখো’ প্রায় সবগুলো হলই হাউজফুল

প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈদের দিন থেকে ‘মনে রেখো’ প্রায় সবগুলো হলই হাউজফুল
সোমবার, ২৭ আগস্ট ২০১৮



---।।ভোলাবাণী বিনোদন।। ঈদে মুক্তি পাওয়া চার ছবির একটি ‘মনে রেখো’। দেশের ৭০ সিনেমা হলে একযোগে মুক্তি পেয়েছে মাহিয়া মাহি ও কলকাতার বনি সেনগুপ্ত অভিনীত এই ছবিটি। এ ছাড়াও এতে অভিনয় করছেন মিশা সওদাগর, তুলিকা, বিশ্বজিৎ প্রমুখ।

‘মনে রেখো’ প্রযোজনা করেছে হার্টবিট প্রডাকশন হাউজ। জানা গেছে, ঈদের দিন থেকে প্রায় সবগুলো হলই হাউজফুল ছিল।

ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘মনে রেখো’ সিনেমাটি মুক্তি পেয়েছে ঈদুল আজহায়। হার্টবিট প্রোডাকশন প্রযোজিত রোমান্টিক-অ্যাকশনধর্মী এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল।

শুক্রবার ২৪ আগস্ট মিরপুরের সনি সিনেমা হলে গিয়ে দেখা গেছে হাইজফুল। ম্যানেজার জানিয়েছেন, এর আগের শো-টিও হাউজ ফুল গেছে। আশা করি প্রত্যেকটি শো হাউজফুল যাবে।’

এদিকে ঈদের ছবি ভালো যাওয়ায় হল মালিকরা আনন্দিত। তারা সিনেমা নিয়ে নতুন আমার আলো দেখতে পাচ্ছেন। বেশ কয়েকজন হলমালিক জানিয়েছেন এমন কথা।

সুপারহিট সব ছবির এই নির্মাণ সংস্থা জানায়, বেশিরভাগ বড়বড় সিনেমা হলে ‘মনে রেখো’ মুক্তি দেয়া হয়েছে। মুক্তির প্রথমদিন থেকে বেশ ভালো চলছে। দিন যত গড়াচ্ছে মনে রেখো’র দর্শকও ততো বাড়ছে। যারাই ছবিটি দেখেছে তারাই তৃপ্তি পাচ্ছে।

তিন কোটি বিশ লাখ টাকা বাজেটের এই ছবির মাধ্যমে ‘অগ্নি ২’ এর পর আবার ঈদে মুক্তি পেল মাহি’র ছবির। এ কারণে দর্শকদের বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

যেসব হলে মুক্তি পেয়েছে ‘মনে রেখো’

মধুমিতা (মতিঝিল), সনি (মিরপুর ১), গীত, বলাকা (নিউ মার্কেট), সেনা (বনানী), ব্লক বাস্টার (যমুনা ফিউচার পার্ক), সংগীতা (খুলনা), লিবার্টি (খুলনা), জনতা (খুলনা), নন্দিতা (সিলেট), মনিহার (যশোর), প্রিয়া (ঝিনাইদহা), মুক্তি (চান্দাইকোনা), বিউটি, নিউ রজনীগন্ধা (চালা), সেনা (ময়মনসিংহ), রুপকথা (শেরপুর) প্রিয়া (গৌরীপুর), আলমাস (চট্টগ্রাম), তাজ (দৌলদিয়া), রাজমনিহার (রায়পুরা), বর্ষা (জয়বেদপুর), বনলতা (ফরিদপুর), সুমন (মঠখোলা), প্রতিভা (রাজৈর), রুমা (ঝুমারবাড়ি), নান্টুরাজ (চুয়াডাঙ্গা), রুপসী (ভোলা)।

সুন্দরবন (শ্যামনগর), মোহন (হবিগঞ্জ), রুমা (মুক্তাগাছা), পূর্বাশা (শান্তাহার), নবীন (নবীনগর), বিলাস(সাভার), উর্বসী (ফুলবাড়ি), অপর্ণা (খোকসা), লাভলী (চাটমোহর), রাজ (কুলিয়াচর), রানা (বামন্দি), রানীমহল (ডেমরা), চাঁদনী (ভাঙা), শাপলা (রংপুর), অন্তরা (নলিতাবাড়ি), ময়ূরী (বাগাচড়া), দর্শন (ভৈরব), মধুমতি (বানরীনগর), বিজিবি (টেকনাফ), মোমিন (বগুড়া), মল্লিকা (উল্লাপাড়া), রাজীবচর (রাজিবপুর)।

মমতা (মাধবদী), তিতাস (পটুয়াখালী), পরশ (লাকসাম), পূর্ণিমা (কোম্পানিগঞ্জ), মধুমতি (মনিরামপুর), সিকতা (ধুনট), মিলন (মাদারীপুর), নাজমা (জয়পুরহাট), সাধনা (রাজবাড়ি), পূর্ণিমা (নগরকান্দা), রাজিয়া (নাগরপুর), কেয়া (টাঙ্গাইল), চাঁদনী (ভাঙা), রেনাস (সখিপুর), সোহাগ (ঘোড়াশাল), লাবনী (সাতক্ষীরা), বনানী (শাহজাদপুর), স্বর্ণমহল (রুপসী), আলো-ছায়া (শরিয়তপুর), বনরুপা (মাওনা)।

বাংলাদেশ সময়: ৯:৫২:৪৫   ৫০৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে

আর্কাইভ