বঙ্গবন্ধু পাচ্ছেন ‘মাদার তেরেসা সম্মাননা’

প্রথম পাতা » জাতীয় » বঙ্গবন্ধু পাচ্ছেন ‘মাদার তেরেসা সম্মাননা’
সোমবার, ২৭ আগস্ট ২০১৮



---।ভোলাবাণী ডেস্ক।। মাদার তেরেসা রত্ন সম্মাননায় ভূষিত হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কলকাতার সত্যজিত রায় অডিটোরিয়ামে রোববার (২৬ আগস্ট) মাদার তেরেসার ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৯তম আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ড মঞ্চে এ ঘোষণা দেন কমিটির চেয়ারম্যান অ্যান্থনি অরুণ বিশ্বাস।

তিন বলেন, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি। আমরা তাকে জানিয়েছি, মাদার তেরেসার নামে প্রবর্তিত সর্বশ্রেষ্ঠ সম্মান আমরা বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দিতে চাই। তিনি সবশুনে সম্মতি প্রকাশ করেছেন।

তিনি আরও জানান, এই সম্মাননা প্রদান অনুষ্ঠান বাংলাদেশে আয়োজনের জন্য বলেছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে এই অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে সব ধরনের সহায়তার কথাও জানিয়েছেন শেখ হাসিনা। তবে কবে সেই অনুষ্ঠান করা হবে সেটা এখনও নির্ধারণ করা হয়নি বলেও জানিয়েছেন অরুণ বিশ্বাস।

উল্লেখ্য, ২০০৪ সাল থেকে মাদার তেরেসা রত্ন পুরস্কার দেয়া হচ্ছে। সমাজে শান্তি ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা কোনো ব্যক্তি বা সংগঠনকে এই পুরস্কার দেয়া হয়ে থাকে।

এ বছরের মাদার টেরেজা পুরস্কার প্রদান অনুষ্ঠানে এদিন কলকাতার আইসিসিআরে উপস্থিত ছিলেন, বাংলাদেশে থেকে যাওয়া সংবাদমাধ্যম কর্মী কৌশিক হোসেন তাপস, ফারজানা মুন্নি। ছিলেন ভারতের চিত্র পরিচালক শতরুপা স্যান্যাল, অভিনেত্রী ঋতুপর্না সেনগুপ্ত সহ বিশিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ৯:৪৬:১৮   ৩০০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


তৃণমূল থেকে উন্নয়নই আ.লীগের মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হচ্ছে
কাউকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেব না : প্রধানমন্ত্রী
বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ট ব্যবসায়ীসহ গ্রাহকবিদ্যুত বিহীন মনপুরা ॥ তীব্রতাপদাহে ভোগান্তিতে সাধারন মানুষ
আজ পহেলা বৈশাখ
সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করুন: প্রধানমন্ত্রী
জনগণের সেবা নিশ্চিত করতে , ভোটের চিন্তা থাকবে না : প্রধানমন্ত্রী
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী
স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের হারানো গৌরব ফিরিয়ে এনেছে : প্রধানমন্ত্রী

আর্কাইভ