এটি একটি বাস্তবসম্মত বাজেট ভোলায় বাণিজ্যমন্ত্রী

প্রথম পাতা » প্রধান সংবাদ » এটি একটি বাস্তবসম্মত বাজেট ভোলায় বাণিজ্যমন্ত্রী
রবিবার, ১০ জুন ২০১৮



---।।ভোলাবাণী ।বিশেষ প্রতিনিধি: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বাজেট না পড়েই বিএনপি এর সমালোচনা করছে বলে মন্তব্য করেছেন। এটি একটি বাস্তবসম্মত বাজেট। এ বাজেটে ব্যবসায়ী থেকে শুরুকরে নিম্মস্তরের মানুষও উপকৃত হবে। যা সব মহলে প্রশংসিত হয়েছে। কিন্তু বিএনপি বাজেট না পড়েই সমালোচনা করছে, এটি তাদের চারিত্রিক বৈশিষ্ট্য।
শুক্রবার দুপুরে ভোলা সদরের ধনিয়া, কাচিয় ও বাপ্তাসহ বিভিন্ন ইউনিয়নে জাকাতের কাপড় বিতরণকালে মন্ত্রী এ কথা বলেন।
তিনি আরো বলেন, নির্বাচনকে সামন রেখে বাজেট দেওয়া হয়নি। আমাদের প্রতিটি বাজেটই জনবান্ধব ও গণমুখী। এ বাজেটের বেনিফিট সাধারণ মানুষ পাবে। এ বাজেটের মধ্য দিয়ে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন হবে, নদী ভাঙা থেকে শুরু করে সবকিছু এখানে অন্তর্ভূক্ত করা হয়েছে। এতেই দারিদ্র্য বিমোচন হবে এবং ২০৩০ সালের মধ্যে দারিদ্র্যের সীমা তিন শতাংশের মধ্যে নেমে আসবে।
অপরদিকে শুক্রবার সকালে ঈদ উপলক্ষে ভোলার ইলিশা ও ভেদুরিয়া ফেরিঘাট পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘বাজেট কোনো দলের হয় না, বাজেট হয় জাতির। এবারের চেয়ে ভালো বাজেট বাংলাদেশে আর কখনও হয়নি।’
তিনি বলেন, ‘এবারের বাজেট সবচেয়ে ভালো হয়েছে, এখানে কোনো কিছুরই দাম বাড়েনি। কিন্তু বিএনপি সব ভালোকেই বাঁকা চোখে দেখে। তারা এ সরকারের কোনো কিছুই ভালো চোখে দেখেনি। এ সরকারের অনেক অর্জন রয়েছে। বিএনপি যতোই আস্ফালন করুক না কেন তাদের নির্বাচনে আসতেই হবে।’
এসময় তিনি আরো বলেন, ‘এ সরকার ক্ষমতায় আসার পর নৌ দুর্ঘটনা কমিয়ে আনা হয়েছে। গত তিন বছরে দেশে কোনো নৌ দুর্ঘটনা ঘটেনি। এবারও প্রতিটি ঘাটে নৌ পুলিশ, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসিসহ প্রশাসনের কর্মকর্তা দিয়ে ঘাট নিয়ন্ত্রণ করা হবে। যাতে কোনো লঞ্চেই অতিরিক্ত যাত্রী এবং ঝুঁকিপূর্ণভাবে যেতে না পারে।’
এসময় বিআইডব্লিটিএ এর চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকসহ প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় জেলা আওয়ামী লীগের সম্পাদক আবদুল মনিন টুলু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, এপিপি অ্যাড. সোহেব হোসেন মামুন সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১:১১:৩৯   ২৭৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
ভোলায় লাশ গোসলের আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে: জেলা প্রশাসক
ভোলায় বর্জপাতে কৃষকের মৃত্যু
ফিলিস্তিনে গণহত্যা প্রতিবাদে ভোলায় ছাত্রলীগের পতাকা উত্তোলন ও পদযাত্রা কর্মসূচি
মনপুরায় দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত ॥
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হচ্ছে
ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪রাজাপুরে উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের উঠান বৈঠক অনুষ্ঠিত
ভোলার গ্যাস উৎপাদন: বাড়তি খরচে কূপ খনন করতে চায় রাশিয়ার গাজপ্রম
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫

আর্কাইভ