উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতি উদযাপনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার

প্রথম পাতা » জাতীয় » উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতি উদযাপনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার
বুধবার, ২১ মার্চ ২০১৮



---

।।ভোলাবাণী ।। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতি উদযাপনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার। আগামীকাল থেকে রোববার (২২-২৫ মার্চ) পর্যন্ত নানা আয়োজনে মাতবে পুরো দেশ।

বৃহস্পতিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া হবে। এ দিন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা, সাধারণ মানুষ বর্ণাঢ্য শোভাযাত্রাসহ রাজধানীর ৯টি স্পট থেকে বিকেল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন। এ উপলক্ষে সচিবালয় থেকে শুরু করে সরকারি বিভিন্ন স্থাপনা, গুরুত্বপূর্ণ সড়কে আলোক সজ্জিত করা হয়েছে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানের শিরোনাম দেয়া হয়েছে- ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ।’ এ অনুষ্ঠানটি সমন্বয়ের দায়িত্বে রয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে জানানো হয়েছে, উদযাপন অনুষ্ঠান নির্বিঘ্ন করতে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অনুষ্ঠানে কেউ কোনোভাবেই ব্যাগ বা পিঠে বহন করার ব্যাগ আনতে পারবেন না। ধারলো বস্তু, দাহ্য পদার্থও বহন করতে দেয়া হবে না।

রাজধানীর ৯টি স্পট থেকে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, গুরুত্বপূর্ণ সংস্থা সুসজ্জিত বাদকদল, তারকা খেলোয়াড়, অভিনেতা, বিশিষ্ট ব্যক্তিসহ বঙ্গবন্ধু স্টেডিয়ামে উপস্থিত হবে।

bangladesh1

নয়টি স্পটের মধ্যে রয়েছে- বাংলা একাডেমি ও সংলগ্ন এলাকা, শিল্পকলা একাডেমি ও মৎস্য ভবন সংলগ্ন এলাকা, শিশু একাডমি ও দোয়েল চত্বর এলাকা, সোহরাওয়ার্দী উদ্যান ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠ ও সংলগ্ন এলাকা, নগর ভবন, বাংলাদেশ ব্যাংক চত্বর এলাকা, রমনা পার্কের দক্ষিণ-পূর্ব অংশ, শিল্প ভবন চত্বর।

কোন পয়েন্টে কোন মন্ত্রণালয়, বিভাগ বা সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা জড়ো হয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রবেশ করবেন তাও নির্ধারণ করে দেয়া হয়েছে।

স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় লেজার শো. ফায়ারওয়ার্কসহ দুই থেকে তিন ঘণ্টার একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠানটি সমন্বয়ের দায়িত্বে রয়েছে স্থানীয় সরকার বিভাগ।

ঢাকার বাইরে ছাত্র, শিক্ষক অভিভাবকদের নিয়ে স্থানীয় পর্যায়ে শোভাযাত্রা হবে, তবে ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে বৃহস্পতিবার সকালে ছাত্র শিক্ষকরা সমবেতভাবে দাড়িয়ে ২৫-৩০ মিনিটের জন্য প্লেকার্ড, ব্যানার, পোস্টার প্রদর্শন করবে।

bangladesh1

মন্ত্রণালয় ও বিভাগগুলো ২০-২৫ মার্চ সেবা সপ্তাহ পালন করছে। সেবা সপ্তাহ উদযাপনে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আলোচনা সভা, সেমিনার, চিত্র প্রদর্শনী, ছবি আঁকা প্রতিযোগিতা, আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া এলাকাভিত্তিক জনপ্রিয় খেলাধুলা যেমন- নৌকা বাইচ, লাঠিখেলা, ফুটবল, কাবাডি, ক্রিকেট ইত্যাদি আয়োজন করা হবে।

মন্ত্রণালয় ও বিভাগগুলো উন্নয়নের চিত্র তুলে ধরে শহরময় রঙ্গীন পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল প্রচার করবে।

শুক্রবার সকাল ১০টায় হোটেল রেডিসন ব্লু-তে এলডিসি ক্যাটাগরি হতে উত্তরণ সংক্রান্ত একটি আন্তর্জাতিক সেমিনার। বেলা ৪টায় সীমিত পর্যায়ে বিশেষজ্ঞদের নিয়ে মতবিনিময়। ওইদিন সন্ধ্যায় হাতিরঝিলে ফাউন্টেন শো, লেজার শো, ফায়ার ওয়ার্কসহ একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

গত ২০ মার্চ থেকে সারা দেশব্যাপী প্রচার অভিযান শুরু হয়েছে। এটা চলবে ২৫ মার্চ পর্যন্ত। এর অংশ হিসেবে টিভি/বেতার ইলেক্ট্রনিক মিডিয়ায় টিভিসি, থিম সং প্রচার করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০:৫১:২৩   ৪০০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


তৃণমূল থেকে উন্নয়নই আ.লীগের মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হচ্ছে
কাউকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেব না : প্রধানমন্ত্রী
বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ট ব্যবসায়ীসহ গ্রাহকবিদ্যুত বিহীন মনপুরা ॥ তীব্রতাপদাহে ভোগান্তিতে সাধারন মানুষ
আজ পহেলা বৈশাখ
সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করুন: প্রধানমন্ত্রী
জনগণের সেবা নিশ্চিত করতে , ভোটের চিন্তা থাকবে না : প্রধানমন্ত্রী
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী
স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের হারানো গৌরব ফিরিয়ে এনেছে : প্রধানমন্ত্রী

আর্কাইভ