ভোলা- বরিশাল সেতু নির্মাণ কাজ শুরু হচ্ছে ডিসেম্বরে

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলা- বরিশাল সেতু নির্মাণ কাজ শুরু হচ্ছে ডিসেম্বরে
রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮



---

ইয়াছিনুল ঈমন, ভোলা প্রতিনিধি।
দেশের মূল ভুখন্ডের সঙ্গে দ্বীপ জেলা ভোলাকে সম্পৃক্ত করার লক্ষে চলতি বছরের মধ্যে ভোলা-বরিশাল সেতু নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চূড়ান্ত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সভাপতিত্বে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে সেতু বিভাগের একটি প্রতিনিধি দল মতবিনিময় করে। সভায় ভোলা-বরিশাল সেতুর সম্ভাব্যতা যাচাই (সার্ভে রিপোর্ট) উপস্থাপন করা হয়। রিপোর্টে তিনটি পয়েন্টে সেতু নির্মাণের প্রস্তাব করা হলে ভেদুরিয়া-লাহারহাট পয়েন্টটিতে সেতু নির্মাণের জন্য মতামত প্রদান করা হয়। এতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৫৯৩ কোটি টাকা। সভায় জানানো হয়, ভোলাবাসীর দীর্ঘদিনের স্বপ্নের সেতু ভোলা-বরিশাল সেতু নির্মাণ কাজ চলতি বছরের মধ্যেই শুরু হতে যাচ্ছে। এ লক্ষ্যে গত বছর ভারতের স্টুপ, ইংল্যান্ডের কাউই এবং বাংলাদেশের ডিডিসি ও দেবকন কনসালটেন্ট নামে চারটি প্রতিষ্ঠানের যৌথ একটি পরামর্শক দল ভোলা-বরিশাল সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে কাজ শুরু করে। এসময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ব্রীজ নির্মাণের কাজ হাতে নেয়ায় সেতু বিভাগ এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ব্রীজের সাইট পরিদর্শন শেষে বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
সভায় সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ৩টি সাইটে (পয়েন্টে) সেতুটি নির্মাণের প্রস্তাব করা হয়। প্রথমটি হচ্ছে ভোলার ভেদুরিয়া ফ্রেরিঘাট থেকে লাহারহাট ফেরিঘাট হয়ে বরিশাল। দ্বিতীয়টি ভোলার ভেলুমিয়া লঞ্চঘাট থেকে ধুলিয়া লঞ্চঘাট হয়ে বাউফল হয়ে পটুয়াখালি। তৃতীয়টি ভোলার গাজিরচর থেকে টুমচর হয়ে বরিশাল। তিনি জানান, ভোলার ভেদুরিয়া থেকে লাহার হাট সাইটটিতে তুলনামূলক কম খরচে সেতু নির্মাণ করা সম্ভব।
পরামর্শক দলের প্রধান নির্মাল্য বন্দোপাধ্যায় বলেন, ভেদুরিয়া ফ্রেরিঘাট থেকে লাহারহাট ফেরিঘাট এই সাইটটিতে সেতু নির্মাণ করা হলে লাহারহাট সংলগ্ন আড়িয়ালখা নদীতে ৫শ মিটার, কালাবদর নদীতে ৩৪ শ’ মিটার এবং ভোলা সংলগ্ন তেঁতুলিয়া নদীতে ১২ শ’ মিটার সেতু এবং মাঝখানের চরে ৩৫ শ’ মিটার সড়ক নির্মাণ করা হবে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ হলে আর পদ্মা সেতু কাজ শেষ হলে ভোলার মানুষ মাত্র ৫ ঘণ্টার মধ্যে ঢাকায় যেতে পারবে। এ ছাড়া ভোলায় প্রাপ্ত বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসের ওপর ভিত্তি করে ব্যাপক শিল্প কারখানা গড়ে উঠবে। সভায় জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:০৬:১২   ৪২০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
গুজবে কেউ কান দেবেন নাঅটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: মোহাম্মদ ইউনুছ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥

আর্কাইভ