জনপ্রতিনিধিদের মাঝে যারা বিএনপির নেতা, তাদের টাকা বরাদ্দ দেয়া হলেও উন্নয়ন করতে পারছেন না

প্রথম পাতা » জাতীয় » জনপ্রতিনিধিদের মাঝে যারা বিএনপির নেতা, তাদের টাকা বরাদ্দ দেয়া হলেও উন্নয়ন করতে পারছেন না
বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮



---

ভোলাবাণী ডেক্স।। সারাদেশে স্থানীয় সরকারে থাকা জনপ্রতিনিধিদের মাঝে যারা বিএনপির নেতা, তাদের টাকা বরাদ্দ দেয়া হলেও উন্নয়ন করতে পারছেন না বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, যত টাকাই দেই না কেনো এরা উন্নয়ন করতে পারে না। কারণ এদের মন থাকে লুটপাটের দিকে। এদের মাথায় পচন। এদের নেতাই যদি এতিমের টাকা মেরে খায়, তার সাঙ্গ-পাঙ্গরা কী খেতে পারে? আপনারাই বিচার করে দেখেন। আপনারাই ভেবে দেখেন।

বৃহস্পতিবার রাজশাহী সরকারি মাদরাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, নৌকা আপনাদের মার্কা, নৌকা জনগণের মার্কা। এই নৌকা মার্কায় ভোট দিয়ে এদেশের মানুষ মাতৃভাষা বাংলায় কথা বলার সুযোগ পেয়েছে। আওয়ামী লীগ সরকারে থাকতে ১৯৫৬ সালে পাকিস্তানের যে সংবিধান হয়েছিল সেখানে বাংলাকে রাষ্ট্র ভাষার মর্যাদা দিয়েছিল। একুশে ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। শহীদ মিনার নির্মাণে প্রকল্প বাস্তবায়ন শুরু করেছিল।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘে স্বীকৃতি পেয়েছে। আওয়ামী লীগ এই দেশের স্বাধীনতা এনেছে। এই দেশের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়েছিল বলেই স্বাধীনতা পেয়েছে। স্বাধীনতা পেয়েছে বলেই আজকে উন্নয়ন হচ্ছে।

তিনি বলেন, পচাত্তরের পনেরই আগস্ট জাতির পিতাকে হত্যা করা হয়। আমার মাকে হত্যা করা হলো। আমার মায়ের কী দোষ ছিল আমি জানি না। আমার ভাই কামাল, জামাল, ছোট রাসেলকে হত্যা করা হয়েছিল। আমার একমাত্র চাচাকে হত্যা করেছে। একই দিনে আমার মেজো ফুপু, ছোট ফুপুর বাড়িতে তারা আক্রমণ করে আমার পরিবারের সদস্যদের হত্যা করে। পিতা, মাতা, ভাই হারিয়ে জনগণের কল্যাণে কাজ করতে এসেছি। সব বেদনা, দুঃখ-কষ্ট বুকে নিয়েও সারা বাংলাদেশ ঘুরেছি। আমাদের চাওয়া-পাওয়ার কিছু নেই, আমরা এখানে দিতে এসেছি। জনগণের কল্যাণে কাজ করতে এসেছি।

বিপদে রক্ষা করেছে নূহ নবীর নৌকা, আর এই নৌকা স্বাধীনতা এনে দিয়েছে

আওয়ামী লীগ সভাপতি বলেন, সেই নূহ নবীর আমল থেকে বিপদে রক্ষা করেছে নূহ নবীর নৌকা। আর এই নৌকা স্বাধীনতা এনে দিয়েছে, এই নৌকা উন্নয়ন দিয়েছে। আপনাদের কাছে আমি আবেদন জানাই, আগামীতে নির্বাচন। সিটি কর্পোরেশন নির্বাচন হবে, জাতীয় সংসদ নির্বাচন হবে ডিসেম্বরে সেই নির্বাচনে এবং স্থানীয় সরকার নির্বাচনে মার্কা দিয়ে নির্বাচন হবে। মার্কাটা কী? মার্কাটা হচ্ছে নৌকা। সেই নৌকা মার্কায় আমি আপনাদের কাছে ভোট চাই। যেভাবে উন্নয়ন করে যাচ্ছি, সেই উন্নয়ন যেন অব্যাহত থাকে। মানুষ যেন খেয়ে-পরে সুখে থাকে, শান্তিতে থাকে তার জন্য আমি আপনাদের কাছে আবেদন করি, আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন। আপনাদের কাছে আমি ওয়াদা চাই। আপনারা হাত তুলে ওয়াদা করেন নৌকা মার্কায় আপনারা ভোট দেবেন।

বাংলাদেশ সময়: ২২:০৬:০১   ২১১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


কাউকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেব না : প্রধানমন্ত্রী
বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ট ব্যবসায়ীসহ গ্রাহকবিদ্যুত বিহীন মনপুরা ॥ তীব্রতাপদাহে ভোগান্তিতে সাধারন মানুষ
আজ পহেলা বৈশাখ
সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করুন: প্রধানমন্ত্রী
জনগণের সেবা নিশ্চিত করতে , ভোটের চিন্তা থাকবে না : প্রধানমন্ত্রী
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী
স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের হারানো গৌরব ফিরিয়ে এনেছে : প্রধানমন্ত্রী
১০ বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী
ইলিশা লঞ্চঘাট থেকে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

আর্কাইভ