জেলার পথে এগুচ্ছে চরফ্যাশন

প্রথম পাতা » প্রধান সংবাদ » জেলার পথে এগুচ্ছে চরফ্যাশন
শনিবার, ৬ জানুয়ারী ২০১৮



---এইচ,আর,চৌধুরী জাহিদ ।।ভোলাবাণী।।
জেলার যুগ্ম জজ আদালত, সিনিয়র সহকারী জজ আদালত , সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত সহ পানি উন্নয়ন বোর্ড’র ডিভিশন-২ চরফ্যাশন উপজেলা সদরে ফিরিয়ে আনাসহ চরফ্যাশনের ১৪টি ইউনিয়নকে পূর্নগঠন করে ২১টিতে উন্নীত করন । চরফ্যাশনকে পূর্নগঠন করে শশীভূষণ এবং দক্ষিণ আইচা নতুন ২টি থানার কার্যক্রম চালু করা হয়েছে। গত বছরের ডিসেম্বর মাসে দুলারহাটকে একনেকে থানা অনুমোদন সহ ৪টি থানা ও ৩টি পুলিশ তদন্ত কেন্দ্র প্রশাসনিক বিকেন্দ্রী করণের প্রক্রিয়া চরফ্যাশনকে পূর্নাঙ্গ জেলা করার স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়ার ধাপ বলেই মনে করছেন স্থানীয় মানুষ সহ আওয়ামীলীগের ণীতি নিধারকর্রা। ভোলা ৪ আসন থেকে নির্বাচিত সাবেক এমপি পুত্র বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (এমপি) জাতীয় সংসদ অধিবেশন চলাকালীন তার বক্তব্যে বার বার বলেছেন চরফ্যাশনের জনসংখ্যা, আয়তনের চেয়ে কম ১৮ জেলা বর্তমানে বিদ্যমান রয়েছে। সে তুলনায় চরফ্যাশন জেলা হওয়ার দৌড়ে প্রথম অবস্থানে রয়েছে। ৫০ কোটি টাকা ব্যায়ে ১৫ তলা বিশিষ্ট ২৫০ মিটার উচ্চতায় এশিযার সর্বোচ্ছ ওয়াচ টাওয়ার চরফ্যাশনে সৌন্দর্য বর্ধন করেছে যা আগামী ১৬ জানুয়ারী রাষ্ট্রপতি আবদুল হামিদ খান জ্যাকব টাওয়ারটি উদ্ধোধন করবেন। টাওয়ারটি উদ্ধোধনের পর দর্শনার্থীদের জন্য উমুক্ত করা হবে যার ১৫ তম তলা থেকে টেলিস্কোপের মাধ্যমে ৪০ কিলোমিটার পযন্ত দেখা যাবে বলে পৌরমেয়র বাদলকৃষন দেবনাথ জানিয়েছেন। তিনি আরও বলেন, পৌর শহরকে দর্শনীয় করতে ফ্যাশন স্কয়ার, বিনোদনের জন্য নির্মান করা হয়েছে পার্ক । এছাড়া মানব সৃষ্ঠ চরকুকরী মুকরীকে ইকো পার্ক হিসেবে ঘোষণা করার পর সেখানে ১০ কোটি টাকা ব্যায়ে নির্মান করা হয়েছে থ্রি ষ্টার হোটেল। ইতিপুর্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বেশ কয়েকজন সচিব কুকরী মুকরী পরিদর্শন করেছেন। চরকুকরী মুকরীর চেয়ারম্যান আলহাজ হাসেম মহাজন জানান, কুকরীমুকরীকে আরো আর্কষনীয় করতে নির্মান করা হবে ক্যাবল কার । হাসেম মহাজন আরো জানান, সরকারী কর্মকর্তা ছাড়াও প্রতিদিন বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা আসেন । বাগানে থাকা হরিণ দেখে তারা মুগ্ধ হয়েছেন বলে মন্তব্য করেছেন।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল মহাজন জানান, ধারনা করা হচ্ছে নতুন ৩টি থানাকে উপজেলায় রুপান্তরিত করা সহ মনপুরা উপজেলা নিয়ে মোট ৫ উপজেলায় রুপান্তরিত হবে চরফ্যাশন জেলা।
চরফ্যাশনকে জেলায় রুপান্তরিত করতে হ্যালিপেডের পুর্ব পার্শ্বে জেল খানা নির্মান করার জন্য জমি অধিগ্রহন করেছে । জেলার প্রশাসনিক কার্যর জন্য ৪ তলা বিশিষ্ট ভবন উদ্ধোধন করা হয়েছে।
উল্লেখ্য যে, ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী চরফ্যাশনের আয়তন ১৪৪০.০৪বর্গ কিলোমিটার , ভোটার সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ৪শত ৪৭ জন. পুরুষ ২ লাখ ২৮ হাজার ৬৯৩ ও মহিলা ২ লাখ ২৭ হাজার ৭৪৪ জন । সরকারী অনার্স কলেজ ১টি ও ১৪টি কলেজ রয়েছে। সরকারী টিবি মাধ্যমিক বিদ্যালয় সহ মাধ্যমিক বিদ্যালয় ৪৩টি, নিম্ম মাধ্যমিক বিদ্যালয় ৩৬টি, প্রাথমিক বিদ্যালয় ২৭৫ টি, এবতেদায়ী মাদ্রাসা ১০৭টি । ৫০ শর্য্যা বিশিষ্ট সরকারী হাসপাতাল ১টি ও অত্যাধুনিক ২০ শর্য্যা বিশিষ্ট সৌদি সরকারের সাহার্য্য পুষ্ট হাসপাতাল ১টি। পরিবার পরিকল্পনা ক্লিনিক ৮টি, ডাকবাংলো ২টি, পোষ্ট অফিস ২১টি , টেলিফোন এক্্রচেঞ্জ ২ টি। এছাড়া চরফ্যাশনে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য শশীভুষণ থানার আওতায় ৬০ একর জমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে।
চরফ্যাশনে জাতীয় বেসরকারী প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় সহ এফ এম রেডিও মেঘনার কার্যালয় অবস্থিত।

বাংলাদেশ সময়: ১৫:৪১:৫১   ৮৪৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষনা ॥ ১ জনের মনোনয়ন বাতিল ॥
এসএসসির ফলাফল জানা যাবে যেভাবে

আর্কাইভ