লালমোহনে রাস্তায় সকালে পিচ ঢালাই বিকেলে উধাও!

প্রথম পাতা » প্রধান সংবাদ » লালমোহনে রাস্তায় সকালে পিচ ঢালাই বিকেলে উধাও!
শনিবার, ৬ জানুয়ারী ২০১৮



---মোঃ আমজাদ হোসেন।।ভোলাবাণী।।লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহন উপজেলার গজারিয়া বাজারের দক্ষিণ পাশে ১ কিলোমিটার পাকা রাস্তায় সকালে পিচ ঢালাইয়ের পর বিকেলেই রাস্তা থেকে সমস্ত পিচ উঠে যায়,দেখা দেয় পূর্বের ন্যায় খানা খন্দে ভরা সাবেক রাস্তার।এতে এলাকাবাসীরর কাছে আশার সঞ্চারের বিপরীতে দেখা দেয় হতাশা আর ক্ষোভ।উপজেলা এলজিইডি দফতরের বরাদ্দকৃত রাস্তা সংস্কারের কাজ পেয়েছেন আরশাদ মেলাকার কিন্তু জনগণের কল্যাণ হবে কি তার চেয়ে অকল্যাণ করে স্থানীয় সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন এমপি’র ইমেজ সাধারণ মানুষদের কাছে নষ্ট করেছেন বহুগুন।ঘটনার সত্যতা জানতে সরেজমিনে গিয়ে দেখা যায় গজারিয়া বাজারের দক্ষিন পার্শ্বে শিমুল তলা বাজার থেকে পশ্চিমে কমান্ডার বাড়ির দরজা পর্যন্ত ১ কিলো. রাস্তা সংস্কারের কাজ পান লালমোহনের বিশিষ্ট ঠিকাদার আরশাদ মেলকার। তদানুযায়ী কাজও করেন তিনি। কিন্তু কাজ শেষ করার মাত্রই দেখা যায় চিচিংফাঁক ! সম্পুর্ন রাস্তায় ২ ইঞ্চি করে ঢালাই থাকার কথা থালেও ১ ইঞ্চি বা তারো কম পিচ দিয়ে কাজ করেন তিনি। কাজ শেষ করার পরেই বেধে যায় লংকা-কান্ড। সমস্ত রাস্তার পিচ উঠতে থাকে। স্থানীয় জনগনের সাথে আলাপকালে ক্ষোভের সাথে তারা জানান,দেশে এমন কোন নজির নেই যে সকালে পিচ ঢালাইয়ের পর বিকেলেই তা উঠে যায়। কিন্তু আমাদের এলাকায় কাজ করতে লালমোহনের আরশাদ মেলকার সে নজির স্থাপন করলেন। চলতি মাসের মধ্যেই সমস্ত পিচ উঠে গিয়ে যে রাস্তা ছিল সে রাস্তা হয়ে যাওয়ার আশংক্ষা করেন এলাকাবাসী।স্থানীয় একাধিক সূত্রে জানা যায় ঠিকাদার আরশাদ মেলকার উপজেলার যেসকল কাজ করেছেন তার সব কাজেই জনগণের সুফলের বিপরীতে কুফলই হয়েছে বেশি।সাধারণ মানুষের দাবী তিনি কাজের নামে জন দূর্ভোগ সৃষ্টি করেছেন ব্যাপক।এব্যাপারে আরশাদ মেলকারের ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এছাড়াও উপজেলায় রাস্তা সংস্কারের কাজ অনেকটায় এখনো পিছিয়ে।গজারিয়া পূর্ব বাজার থেকে পশ্চিমে দুই কিলোমিটার রাস্তার অবস্থা আরও বেপরোয়া বা নাজুক অবস্থায় পরিণত হয়েছে।এসব রাস্তা দিয়ে প্রতিদিনই হচ্ছে নানাবিধ দূর্ঘটনা।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অটো চালক বলেন দীর্ঘ ১২ বছর এই রাস্তায় আমরা অটো চায়ায়,রাস্তার অবস্থা খারাপের কারনে যাত্রীরা অটোতে উঠতে চায়না।বেশির ভাগ সময়েই যাত্রীসহ অটো উল্টে যায়। আর এসব নাজুক অবস্থা থেকে মুক্তি পেতে  এলজিইডি সহ কতৃপক্ষের যথাযথ হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ১৫:৩০:৪৩   ৩৪৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি

আর্কাইভ