ভোলায় ২ মহেন্দ্র চালকে ইয়াবা দিয়ে ফাসাঁনোর অভিযোগ

প্রথম পাতা » দক্ষিণ আইচা » ভোলায় ২ মহেন্দ্র চালকে ইয়াবা দিয়ে ফাসাঁনোর অভিযোগ
মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮



---আদিল হোসেন তপু।।ভোলাবাণী।।
ভোলায় ২ মহেন্দ্র চালকে ইয়াবা দিয়ে ফাসাঁনোর অভিযোগ উঠেছে ভোলা থানার এস আই রিয়াজ এর বিরুদ্ধে । গত রবিবার(৩১ ডিসেম্বর) সন্ধ্যায় তাদেরকে বাপ্তা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সওদাগর বাড়ীর সামনে থেকে পুলিশ ১১ পিচ ইয়াব সহ তাদেরকে আটক করছে বলে জানা যায়।
তবে স্থানীয়রা বলছেন তাদের কাছে সেই সময় কোন ইয়াবা পাওয়া যায় নি। স্থানীয় মাদক ব্যাবসায়ী আকিদুল এর যোগসাজচ্ছে পুলিশ রাস্তার পাশে ময়লার মধ্যে থেকে কুরিয়ে পাওয়া এক পিচ ইয়াবা পায়। সেই ইয়াবা দিয়ে ্সুমন ও ইব্রাহীমকে থানায় নিয়ে সেই ইয়াবা পরবর্তিতে পুলিশ খাতায় ১১ পিচ হয়ে যায় বলে জানায় আটকের পরিবার।
এই ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।তাই পরিবারের পক্ষে সুস্ঠ তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানায়।
তবে পুলিশের এস আই রিয়াজ জানায়, আমরা গোপন সংবাদের ভিত্তিতে উত্তর বাপ্তা এলাকায় সওদাগর বাড়ী এলাকায় রেড দিয়ে তাদেরকে আটক করি। এখানে আমাদের সাথে পুলিশের সার্কেল এসপি এই অভিযানে ছিলো। আমরা কোন ধরনের উদ্দেশ্য প্রনীত হইনি। তাদের কাছে আমরা ১১ পিচ ইয়াবা পেয়েছি এবং তাদেরকে অবৈধ ভাবে মাদক দ্রব্য রাখায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আদালতে প্ররেন করা হয়। আদালতের নির্দেশে তারা বর্তমানে জেল খানায় প্রেরন করা হয়।
আটক সুমন এর মা ইয়াছমিন বেগম বলেন, আমার ছেলে সুমন সেদিন সন্ধ্যায় বাসায় আসছিলো খাবার খেতে। কিছুক্ষন পরে স্থানীয় মাদক ব্যবসায়ী আকিদুল আমার ছেলে কে ফোন দিলে সেখানে তার সাথে দেখা করতে গেলে আকিদুল আমার ছেলেকে মাদক ব্যাবসা করার জন্য বলে। কিন্তু সে রাজী না হওয়ায় সুমন ও তার সাথে থাকা ইব্রাহীম কে আকিদুল রাস্তার পাশে ইয়াবা রেখে পুলিশ কে খবর দিয়ে ধরিয়ে দেয়।
তিনি আরো বলেন, পুলিশ আমার ছেলের কাছে কোন ইয়াবা না পেয়েও তাকে ৬ পিচ ইয়াবা দিয়ে আদালতে প্রেরন করে। আমার ছেলে নির্দোষ। তাকে ফাসাঁনো হয়েছে বলে তিনি জানান। একই দাবী ইব্রাহীম এর মা মাকসুদা বেগম এরও।
স্থানীয় এলাকাবাসী আবু তাহের সওদাগড়,সাদেক সওদাগড়,রশীদ ব্যাপারী, দোকানদার মো: হানিফ বলেন,গত রবিবার সন্ধ্যা ৭ টার দিকে আকিদুলকে গফুর মাঝির বাড়ীর সামনে দাড়িয়ে থাকতে দেখি। এর কিছুক্ষন পড়ে সুমন ও ইব্রাহীম গেলে তাদের সাথে কথা বলতে দেখি। কিছুক্ষন পরে আকিদুল চলে আসলে পুলিশের একটি টিম এলাকায় রেট দিয়ে সুমন ও ইব্রাহীমকে আটক করে। এসময় তাদের কাছে কোন কিছু না পায়নি বলে এলাকাবাসী জানায়। পরে কিছুক্ষন পরে রাস্তার পাশে ময়লার মধ্যে থাকা এক পিচ ইয়াবা সহ আটক করে নিয়ে যায় বলে জানান।
এসময় তারা বলেন,স্থানীয় মাদক ব্যাবসায়ী আকিদুল তাদেরকে মাদক দিয়ে ধরিয়ে দিয়েছে। পুলিশ ২টি নিরপরাধ ছেলেকে আটক করে নিয়ে গেছে। আমরা সুষ্ঠ তদন্ত সাপেক্ষে এর বিচার চাই। যেন এই রকম কোন নিরপরাধ ছেলে যেন আটক না হয়।

মামলার এজহারে বাদী এস আই রিয়াজ বলেন, উত্তর বাপ্তা এলাকার আব্দুল গফুর মাঝির পরিত্যক্ত বাড়ীর পাশে থেকে আসামীদের আটক করা হয়। এসময় সুমনের জিন্সের পেন্টের ডান পকেট থেকে ৬ পিচ ও ইব্রাহীম এর প্যান্টের পকেট থেকে ৫ পিচ ইয়াবা জব্দ করি। যার বাজার মূল্য ৪৪শটাকা। পরে তাদেরকে মাদকদ্রব্য নিযন্ত্রন আইনে আদালতে প্রেরন করলে আদালত তাদের জেল খানায় প্রেরন করে।

বাংলাদেশ সময়: ২২:৫৩:২২   ৭৭১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দক্ষিণ আইচা’র আরও খবর


দক্ষিণ আইচায় ২৫ বছর করে দণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার
দক্ষিণ আইচায় স্কুল ছাত্র নয়নের রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত লঞ্চ ভাসছে পানিতে
দক্ষিণ আইচায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
ভোলায় ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছ
দক্ষিণ আইচায় প্রতিপক্ষের হামলায় দুই নারী আহত
দুই চেয়ারম্যানের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব উদযাপন
১২ বছর পালিয়ে থেকে ও শেষ রক্ষা পেলেন না নুর মোহাম্মদ
দক্ষিণ আইচায় নৌকার প্রার্থী এমপি জ্যাকব এর উঠান বৈঠক
দক্ষিণ আইচায় এক স্কুল ছাত্রীকে অপহরণ, মুচলেকায় মুক্তি

আর্কাইভ