খালেদা জিয়ার দেয়া বক্তব্যের কোনো বাস্তবতা নেই - ভোলায় বানিজ্য মন্ত্রী।

প্রথম পাতা » প্রধান সংবাদ » খালেদা জিয়ার দেয়া বক্তব্যের কোনো বাস্তবতা নেই - ভোলায় বানিজ্য মন্ত্রী।
মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭



---

ভোলা প্রতিনিধি। ভোলাবানী।।

গত রোববার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দেয়া বক্তব্যের কোনো বাস্তবতা নেই উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, পৃথিবীর সব দেশেই ক্ষমতাশীন দলের অধীনে নির্বাচন হয়ে থাকে। খালেদা জিয়া যত কথাই বলুক আগামী সংসদ নির্বাচন হবে বর্তমান ক্ষমতাশীন দলের অধীনে এবং সে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। এর বাহিরে কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই।

মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ হল রুমে ভোলা জেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া আন্দোলন করে অভিজ্ঞতা অর্জন করেছে। কিন্তু এ পর্যন্ত যত আন্দোলন করেছে কোনো আন্দোলনে সফলতা অর্জন করতে পারেনি। ২০১৩ সালে জালাও পোড়াও, নিষ্পাপ শিশুকে অগ্নিদগ্ধ, পুলিশকে হত্যা করে ও মানুষের ঘরবাড়ি জালিয়ে দিয়ে তিনি ব্যর্থ হয়েছেন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বানচাল করতে ৫০০ স্কুল জালিয়ে দিয়েছে, ৪ জন প্রিজাইডিং অফিসার ও ২৪ জন পুলিশ হত্যা করেছে। এমনকি নিরিহ মানুষকে হত্য করেও তিনি সফল হয়নি। ২০১৫ সালে ৯০দিন হরতাল-অবরোধের নামে তিনি নৈরাজ্য সৃষ্টি করে ব্যর্থ হয়েছেন। সে আন্দোলনে খালেদা জিয়া বলেছিলেন, শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত তিনি ঘরে ফিরে যাবেন না। কিন্তু শেখ হাসিনা ঠিকই সফলতার সাথে রাষ্ট্র পরিচালনা করে যাচ্ছেন। আর তিনি আদালতে গিয়ে আত্মসমর্পণ করে পরাজিত হয়ে ঘরে ফিরেছেন।

তিনি আরো বলেন, খালেদা জিয়া যেহেতু ২০১৪ সালে আন্দোলনের ব্যর্থতা স্বীকার করে নিয়েছে, তাই আগামীতেও আন্দোলন করতে গেলে তিনি ক্ষতিগ্রস্থ হবেন বরং তার উচিত হবে নির্বাচনের প্রস্তুতি নিয়ে সংবিধান অনুসারে যে নির্বাচন হবে তাতে অংশগ্রহণ করা।আর আগামী নির্বাচন এ পার্লামেন্ট রেখেই সংবিধান অনুসারে অনুষ্ঠিত হবে। কারণ এ সংসদের মেয়াদ ২০১৯ সালের ২৯ জানুয়ারি।  সুতরাং সংসদও থাকবে নির্বাচনও অনুষ্ঠিত হবে। আর বিএনপি সে নির্বাচনেই অংশগ্রহণ করতে হবে।

বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন- ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা পরিয়দ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমূখ।

বাংলাদেশ সময়: ২০:১৭:০৮   ২২০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে

আর্কাইভ