সংসদ রেখেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে -ভোলায় তোফায়েল আহমেদ

প্রথম পাতা » প্রধান সংবাদ » সংসদ রেখেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে -ভোলায় তোফায়েল আহমেদ
মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭



---আদিল হোসেন তপু।।ভোলাবাণী।। গত রবিবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দেয়া বক্তব্যের কোনো বাস্তবতা নেই উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, পৃথিবীর সব দেশেই ক্ষমতাশীন দলের অধীনে নির্বাচন হয়ে থাকে। খালেদা জিয়া যত কথাই বলুক আগামী সংসদ নির্বাচন হবে বর্তমান ক্ষমতাশীন দলের অধীনে। এবং সে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। এর বাহিরে কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই। মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ হল রুমে ভোলা জেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, খালেদা জিয়া এ পর্যন্ত যত আন্দোলন করেছে কোনো আন্দোলনে সফলতা অর্জন করতে পারেনি।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়া যেহেতু ২০১৪ সালে আন্দোলনের ব্যর্থতা স্বিকার করে নিয়েছে, তাই আগামীতেও আন্দোলন করতে গেলে তিনি ক্ষতিগ্রস্থ হবেন। বরং তার উচিত হবে নির্বাচনের প্রস্তুতি নিয়ে সংবিধান অনুসারে যে নির্বাচন হবে তাতে অংশগ্রহন করা।
আর আগামী নির্বাচন এ পার্লামেন্ট রেখেই সংবিধান অনুসারে অনুষ্ঠিত হবে। কারন এ সংসদের মেয়াদ ২০১৯ সালের ২৯ জানুয়ারী। সুতরাং সংসদও থাকবে নির্বাচনও অনুষ্ঠিত হবে। আর বিএনপি সে নির্বাচনেই অংশগ্রহন করতে হবে।
বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা পরিয়দ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৭:১৯:৩১   ৬৮০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


মনপুরায় কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে অবহিতকরন সভা অনুষ্ঠিত
উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল
দক্ষিণ আইচায় ধান ক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
ভোলায় লাশ গোসলের আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে: জেলা প্রশাসক
ভোলায় বর্জপাতে কৃষকের মৃত্যু
ফিলিস্তিনে গণহত্যা প্রতিবাদে ভোলায় ছাত্রলীগের পতাকা উত্তোলন ও পদযাত্রা কর্মসূচি
মনপুরায় দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত ॥
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হচ্ছে
ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

আর্কাইভ