ভোলায় নৌ- পথে রোটেশন প্রথা বাতিলের দাবীতে মানববন্ধন

প্রথম পাতা » ভোলা সদর » ভোলায় নৌ- পথে রোটেশন প্রথা বাতিলের দাবীতে মানববন্ধন
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭



---বিশেষ প্রতিনিধি।।ভোলাবাণী।। ভোলায় নৌ-পথে লঞ্চ মালিকদের রোটেশন প্রথা বাতিলের দাবীতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় ভোলা প্রেসক্লাব’র সামনে শুরু হওয়া মানববন্ধন টি ভোলার জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিনের কাছে স্বারক লিপি প্রদানের মাধ্যমে বেলা ১২ টার সময় শেষ করা হয়।

ভোলা জেলা লঞ্চ মালিক কল্যান পরিষদের ব্যানারে ভোলা জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক এবং জেলা চেম্বার ভবনের পরিচালক শফিকুল ইসলামের নের্তত্বে, সকল পেশাজীবি সংগঠন ও সকল শ্রেনীর সাধারন ভুক্তভোগী জনতা এই মানববন্ধনে অংশগ্রহন করে লঞ্চ রোটেশন প্রথার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। ভোলা জজ কোর্টের পিপি সৈয়দ আশারাফ হোসেন লাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোবাশ্বের উল্লাহ চৌধুরী, প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, বিটিভির জেলা প্রতিনিধি আবু তাহের, এডভোকেট কিরন তালুকদার এ পি পি, ভোলা প্রেসক্লাব সম্পাদক সামস উল আলম মিঠু, রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, প্রফেসর অধ্যক্ষ সাফিয়া খাতুন, পরিষদের সদস্য রুহল আমিন কুট্রি, জেলা ক্রিয়া সংস্থার সম্পাদক ইয়ারুল আলম লিটন প্রমুখ।

উক্ত মানববন্ধনে বক্তারা অভিলম্বে ভোলা-ঢাকা লঞ্চ নৌ-রোটেশন বন্ধের দাবী জানিয়ে বলেন, এই জেলার ২০ লক্ষ মানুষের বসবাস, জেলাটি উপকূলীয় হওয়ায় এখানকার মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে নৌ-পথ। বিশেষ করে ভোলা-ঢাকা রুটে জন সাধারনের যাতায়াত কারনে সরকারী নির্দেশনা মোতাবেক ৪ টি লঞ্চ প্রতিদিন আসা-যাওয়ার কথা থাকলেও মালিক পক্ষ এই নির্দেনা উপেক্ষা করে, অবৈধ রোটেশনের মাধ্যমে মাত্র ২ টি লঞ্চ চালু রেখেছেন। এর ফলে তারা লঞ্চের কৃত্তিম সংকট সৃষ্টি করে, নৌ-পথকে পুজি করে কেবিন ও ডেক থেকে যাত্রীদের কাছ থেকে ২ গুন থেকে ৩ গুন ভারা আদায় করছেন। এনিয়ে যাত্রীরা প্রতিবাদ করলে, লঞ্চের ষ্টাফরা তাদের বিভিন্ন ভাবে হয়রানি সহ নাজেহাল করছেন। যাত্রীর তুলানায় লঞ্চ কম হওয়ায় এত ভির হয়, তাতে লঞ্চের ধারন ক্ষমতার বেশিও যাত্রী নিয়ে লঞ্চ আসা-যাওয়া করছে। এতে রোগী থেকে শুরু করে নারী ও শিশুরাও মারাত্বক হয়রানির শিকার হচ্ছেন অহরহ। শিল্প নগরীর সম্ভবনাময় এই জেলায় এহেন আচরনে উদ্যেক্তরা পর্যন্ত বিমুখ হয়ে ফিরে যাচ্ছেন। পর্যটকরা এই জেলা আসতে চাচ্ছেন না বলেও তারা অভিযোগ করেন। তাই অভিলম্বে যাত্রী হয়রানির শিকার থেকে রক্ষা পেতে লঞ্চের রোটেশন প্রথা বিলুপ্ত করে সরকারী নির্দেশনা মেনে চলার জন্য লঞ্চ মালিক ও নৌ- প্রশাসনের কাছে দাবী জানিয়েছন। তানা হলে এই প্রথার বিরুদ্ধে দুর্বার আন্দেলনের হুমকী প্রদান করেছেন বক্তারা।

উল্লেখ্য,এই রোটেশন প্রথা বাতিলের দাবীতে গত ২১ নভেম্বর মঙ্গলবার ভোলা জেলা লঞ্চ মালিক কল্যান পরিষদের ব্যানারে ভোলা কোর্টে মামলা করা হলে মহামান্য আদালত শুনানী শেষে লঞ্চ মালিকদের কেন রোটেশন প্র

বাংলাদেশ সময়: ২৩:০৮:৪০   ৩১৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ: মোহাম্মদ ইউনুস
ভোলায় বর্জপাতে কৃষকের মৃত্যু
ফিলিস্তিনে গণহত্যা প্রতিবাদে ভোলায় ছাত্রলীগের পতাকা উত্তোলন ও পদযাত্রা কর্মসূচি
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলার নৃত্যশিল্পী স্বস্তিকার জাতীয় প্রতিযোগীতায় অংশগ্রহন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়

আর্কাইভ