সোহরাওয়ার্দী উদ্যানে খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন, তা অপ্রত্যাশিত- বাণিজ্যমন্ত্রী তোফায়েল

প্রথম পাতা » জাতীয় » সোহরাওয়ার্দী উদ্যানে খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন, তা অপ্রত্যাশিত- বাণিজ্যমন্ত্রী তোফায়েল
সোমবার, ১৩ নভেম্বর ২০১৭



---

।।ভোলাবাণী।। বিএনপির সমাবেশে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার দেয়া বক্তব্যের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, গতকাল (রোববার) সোহরাওয়ার্দী উদ্যানে খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন, তা অপ্রত্যাশিত। তবে তিনি তার বক্তব্যে শেষ পর্যন্ত অটল থাকতে পারবেন না। কারণ তাকে আগামী নির্বাচনে অংশ নিতে হবে। তা না হলে তার দল অন্ধকারে নিমজ্জিত হবে।

সোমবার দুপুরে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনার ডেরেক লোর সঙ্গে বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, সেনাবাহিনী ভোটের সময় সিভিলদের সহায়তা করবে। তাদের কেন বিচারিক ক্ষমতা দিতে হবে? নির্বাচনে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়ার বিষয়েও খালেদা জিয়ার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। ২০০১ সালে সেটা তিনি দেখেছেন। এটা তার অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন।

‘ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিনে) ভোট নিয়ে আওয়ামী লীগ নির্বাচন কমিশনে (ইসি) দলীয় অবস্থান জানিয়েছে। এখন নির্বাচন কমিশন চাইলে ভোটে ইভিএম ব্যবহার করবে, না চাইলে নেই’-বলেন তিনি।

তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশে আর কোনোদিন তত্ত্বাবধায়ক সরকার আসবে না। বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। বর্তমান সরকারের অধীনে অনুষ্ঠিতব্য নির্বাচনেই বিএনপিকে আসতে হবে। তারা যদি না আসে তাহলে নির্বাচন তো আর থেমে থাকবে না। নির্বাচন যথাসময়ে হবে। বিএনপি কোনোদিন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। তাদের সেই ক্ষমতাও নেই।

নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে কি-না জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, বিএনপির সঙ্গে আর কোনো দিন সংলাপ হবে না। কারণ তাদের অনেক সুযোগ দেয়া হয়েছে, তারা সেগুলো গ্রহণ করতে পারেনি। তারা আগুন-সন্ত্রাস করে দেশে অনেক মানুষ হত্যা করেছে। কিন্তু তারা বিনিময়ে কিছুই অর্জন করতে পারেনি। বরং তারা নিজেদের ক্ষতি করেছে। ভবিষ্যতে যদি তারা এমন কিছু করতে চায় তাহলে তারা আরও ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে।

বাংলাদেশ সময়: ২১:৪২:২৯   ২৮০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


তৃণমূল থেকে উন্নয়নই আ.লীগের মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হচ্ছে
কাউকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেব না : প্রধানমন্ত্রী
বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ট ব্যবসায়ীসহ গ্রাহকবিদ্যুত বিহীন মনপুরা ॥ তীব্রতাপদাহে ভোগান্তিতে সাধারন মানুষ
আজ পহেলা বৈশাখ
সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করুন: প্রধানমন্ত্রী
জনগণের সেবা নিশ্চিত করতে , ভোটের চিন্তা থাকবে না : প্রধানমন্ত্রী
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী
স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের হারানো গৌরব ফিরিয়ে এনেছে : প্রধানমন্ত্রী

আর্কাইভ