ভোলা সদর হাসপাতাল-২ ॥ ১৫৯টি পদের মধ্যে ৪৩টি পদই শুণ্য

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলা সদর হাসপাতাল-২ ॥ ১৫৯টি পদের মধ্যে ৪৩টি পদই শুণ্য
রবিবার, ৫ নভেম্বর ২০১৭



---শিমুল চৌধুরী ॥ভোলাবাণী।।
রবিবার সকাল সাড়ে ৮টায় ভোলা সদর হাসপাতালের বর্হিবিভাগের সামনে এসে দাড়িয়ে অপেক্ষা করছেন সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মেদুয়া গ্রামের এক ব্যবসায়ী আব্দুল্ল্যাহ। আর ভাবছেন কখন খোলা হবে টিকিট কাউন্টার। ঘড়ির কাটায় সকাল ৯টা বেজে গেলেও তখনো টিকিট কাউন্টার দুটি তালাবদ্ধ থাকায় টিকিট নিতে পারছেননা তিনি। আব্দুল্ল্যাহ বলেন, শহর আর গ্রামের মধ্যে কত পার্থক্য। শহরের হাসপাতালগুলোতে সকাল ৮টার দিকেই সব বিভাগ খুলে যায়। আর গ্রামের হাসপাতালে সকাল ৯টায়ও খোলা হয়না। ঠান্ডা ও ব্যাথাজনীত কারনে স্ত্রী ও শিশু মেয়েকে নিয়ে হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছিলেন আব্দুল্ল্যাহ। এ ছাড়া ৬-৭ জন নারী রোগীও দাড়িয়ে অপেক্ষা করছেন টিকিটের জন্য। এদের মধ্যে টিকিট কাউন্টারের দায়িত্বরত টিকিট কার্ক (টিকিট কেরানি) আব্দুল কাদের আসেন সকাল ৯টায়। এরই মধ্যে রোগীদের দীর্ঘ লাইন পড়ে যায় বর্হিবিভাগের টিকিট কাউন্টারের সামনে। অথচ সিভিল সার্জন ডাঃ রথিন্দ্রনাথ মজুমদার হাসপাতালে আসেন সকাল ৮টার মধ্যেই। সকাল ৯টার দিকে তাকে দেখা গেছে আবাসিক মেডিকেল অফিসারের কক্ষে। রবিবার ছিল হসপিটাল কিন ডে অর্থাৎ হাসপাতাল পরিস্কার দিবস। তাই হাসপাতালের ওয়ার্ডবয়সহ কয়েকজন ষ্টাফকে দেখা গেছে হাসপাতালকে পরিস্কার-পরিচ্ছন্ন করতে। তবে, এরই মধ্যে গতকালও দালাল সেন্টুসহ চিহিৃত বেশ কয়েকজন দালালকে ভোলা সদর হাসপাতালে ঘুরঘুর করতে দেখা গেছে।
এদিকে রোগীরা ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থেকেও চিকিৎসকের দেখা পাচ্ছেননা। সকাল পৌনে ১১টার দিকে ডাঃ মাকসুদের কক্ষের সামনে দীর্ঘ লাইন দিয়ে দাড়িয়ে রয়েছেন অন্তত ৩০ জন নারী রোগী। এ সময় কথা হয় সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নবীপুর গ্রামের মৃত শাহে আলমের স্ত্রী মালেকা বেগমের সঙ্গে। তিনি বলেন, গ্যাসট্রিক ও পেট ব্যাথার কারনে হাসপাতালে এসেছেন সকাল ১০টার দিকে। এক ঘন্টা দাড়িয়ে থেকেও চিকিৎসকের দেখা পাননি তিনি। একই গ্রামের ইদ্রিসের স্ত্রী কহিনুর বেগম হাটুতে ও শরীরে ব্যথার কারনে হাসপাতালে আসেন সকাল সাড়ে ১০টার দিকে। ইলিশা ইউনিয়নের চরপাতা গ্রামের বিল্লালের স্ত্রী জ্বও ও ঠান্ডাজনীত কারনে চিকিৎসককে দেখাতে এসেছেন সকাল ১০টায়। কিন্তু দুপুর গড়িয়ে গেলেও চিকিৎসকের দেখা পাচ্ছেননা এসব রোগীরা। সকাল সাড়ে ১১টার দিকে শিশু কনসালটেন্ট ডাঃ আব্দুল কাদেরের কক্ষের সামনে দেখা গেছে অন্তত ৩৫ জন রোগী বসে রয়েছেন চিকিৎসকের অপেক্ষায়। ডাঃ আব্দুল কাদেরের কক্ষের সামনে লেখা রয়েছে দুপুর ১২টার পরে রোগী দেখা হয়। তাই সব রোগী তার কক্ষের সামনেই অপেক্ষা করছে। মাশরেকুল আলম মিশু নামের এক রোগীর শরীরের একটি আচিলা অপসারনের জন্য জরুরী বিভাগে গেলে তাকে পাঠিয়ে দেওয়া হয় শিশু কনসালটেন্ট ডাঃ আব্দুল কাদেরের কাছে। অর্থোপেডিক চিকিৎসক ডাঃ ফয়জুল হক রয়েছেন ছুটিতে। হাসপাতালের বর্হিবিভাগে মাত্র ২ জন চিকিৎসক শত শত রোগী দেখছেন। কর্তৃপক্ষ বলছেন, চিকিৎসক সংকট তাই প্রয়োজনীয় সেবা পাচ্ছেননা রোগীরা। লোকবলের সংকট প্রকট আকার ধারন করেছে। ১০০ শয্যা বিশিষ্ট ভোলা সদর হাসপাতালে এখন ৫০ শয্যার লোকবলও নেই।
হাসপাতাল সূত্র জানায়, সূত্র আরো জানায়, প্রথম শ্রেণীর চিকিৎসক-সিনিয়র কনসালটেন্ট, জুনিয়র কনসালটেন্ট, দ্বিতীয় শ্রেণী, তুতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণীসহ মোট ১৫৯ টি পদের মধ্যে ১১৬টি পদ রয়েছে। এর মধ্যে শুণ্য রয়েছে ৪৩টি। ৫০ শয্যার হাসপাতালে প্রথম শ্রেণীর চিকিৎসক থাকার কথা ২২জন। কিন্তু হাসপাতালে এখন রয়েছে ১১জন। ৬৭ জন নার্সের মধ্যে রয়েছে মাত্র ৪৭জন। শুণ্য রয়েছে ২০টি পদ। গুরুত্বপূর্ণ রেডিওলোজিষ্ট পদ শুণ্য রয়েছে প্রায় ৯ মাস ধরে। এ ছাড়া ফার্মাসিষ্ট নেই দীর্ঘ প্রায় দুই বছর ধরে।
ভোলা সদর হাসপাতালে জনবল সংকটের কথা স্বীকার করে সিভিল সার্জন ডাঃ রথিন্দ্রনাথ মজুমদার বলেন, চিকিৎসক পদায়নের জন্য আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা কিছু পদায়নও করেছিল। কিন্তু বিচ্ছিন্ন দ্বীপের কারনে ভয়ে তারা ভোলায় আসতে চাচ্ছেননা। তিনি আরো বলেন, গত মাসে একজন মেডিসিন ও একজন নাক-কান-গলার চিকিৎসক পদায়ন করা হলেও তারা আজও যোগদান করেননি। আজই (গতকাল রবিবার) তাদের যোগদান করার কথা ছিল। কিন্তু বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ২ চিকিৎসক ভোলা সদর হাসপাতালে যোগদান করেননি।

বাংলাদেশ সময়: ২৩:২১:২৬   ৮৩১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
গাজায় ইসরায়েলি হামলায় ৩৪৬২২ ফিলিস্তিনি নিহত
মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে একধাপ এগিয়ে মনপুরায় বঙ্গবন্ধুর চিন্তানিবাস পর্যটন কেন্দ্রস্থান সচিবের পরিদর্শন ॥
শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার

আর্কাইভ