চরফ্যাশনে বসতবাড়িতে হামলা ভাংচুরের অভিযোগ

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে বসতবাড়িতে হামলা ভাংচুরের অভিযোগ
রবিবার, ৫ নভেম্বর ২০১৭



 

---

চরফ্যাশন অফিস, ভোলা বানী॥ চরফ্যাশন হাসপাতাল সড়ক সংলগ্ন একটি বসতবাড়িতে হামলা চালিয়ে ঘরের মহিলা ও শিশুদের মারধর ও মালামাল ভাংচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে উৎসক জনতা, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। শনিবার বিকেলে এই ঘটনা ঘটে।
জানাযায়, চরফ্যাশন বাজারের ব্যবসায়ী হারুন মিয়াজীর নেতৃত্বে ১০/১৫ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে  হাসপাতাল সড়কের মৃত হাফেজ নুরুল ইসলামের দ্বিতল পাকা ঘরে ঢুকে মহিলা ও শিশুদের মারধর করে ঘর থেকে বেড় করে ভবনটি দখল নেয়ার চেষ্টা করে।
এসময় ভবনের বাসিন্দাদের ডাক-চিৎকারে আশপাশের কয়েকশ উৎসক জনতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং পুলিশ ঘটনাস্থলে ছুটে আসলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, হাসপাতাল সড়কের ভবন এবং চরফ্যাশন বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন একটি তিনতলা ভবন এবং দোকান মালিক ছিলেন হাফেজ নুরুল ইসলাম। তার মৃত্যুর পর স্ত্রী রহিমা বেগম, ছেলে রফিকুল ইসলাম ও শফিকুর রহমান এবং তিন মেয়ে উত্তোরাধীকার সূত্রে ওই সম্পত্তির মালিক হয়েছেন। কয়েক মাস আগে রফিকুল ইসলামের স্ত্রী নাছরিন বেগম পারিবারিক কলহের জের ধরে স্বামী রফিকুল ইসলাম, শ্বাশুড়ি রহিমা বিবি এবং দেবর শফিকুর রহমানকে আসামী করে নারী ও শিশু দমন আদালতে মামলা করেন। এই মামলা থেকে অব্যহতি পেতে পরিবারটি বিরোধ নিষ্পত্তির জন্য চরফ্যাশন বাজারের হোটেল ব্যবসায়ী হারুন মিয়াজির কাছে যান। পারিবারিক ভাবে বিশ্বস্ত হারুন মিয়াজী বিরোধ নিষ্পত্তির জন্য অচলনামা তৈরীর কথা বলে অলিখিত স্ট্যাম্পে মা রহিমা বেগম, ছেলে রফিকুল ইসলাম, শফিকুর রহমান এবং তিন মেয়ের স্বাক্ষর নেন। পরে পরিবারটির বাসস্ট্যান্ড সংলগ্ন ঘরভিটা এবং হাসপাতাল সড়কের বসতঘরসহ প্রায় ২ কোটি টাকার সম্পত্তি ৪৯ লক্ষ টাকা মূল্য দেখিয়ে ওই অলিখিত স্ট্যাম্পে লিখে বায়না চুক্তি সৃজন করে। এই বায়না চুক্তির ভিত্তিতে ইতিমধ্যেই পরিবারটির বাজারের ঘরটি মালামালসহ দখল করে নিয়েছেন তারা।
গতকাল হাসপাতাল সড়কের বসতঘর দখল নেয়ার জন্য সংঘবদ্ধ হামলা করেছেন।
অভিযোগ প্রসঙ্গে নুরে আলম মিয়াজী বলেন ,আমারা তাদের কাছ থেকে দোকান ঘর ভিটা ক্রয় করে তাদেরকে বায়না  করেছি  কিন্তু তারা আমাদেরকে দলিল দেয়ার কথা দিয়ে অনেক দিন যাবত গাঁ- ঢাকা দিয়ে আছে। লোক মুখে জানতে পারলাম তারা বাড়িতে আসছে । তাই আমরা খোজ নিতে গিয়েছিলাম। মহিলা ও শিশুদের মারধর ও ভাংচুরের অভিযোগ সঠিক নয়।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ম.এনামুল হক জানান, হারুন মিয়াজীরা বায়নাসূত্রে জমির মালিকানা দাবী করছে। এখন রহিমা বিবিগংরা বায়না অনুযায়ী দলিল না দেয়ায় এ সংকট তৈরী হয়েছে বলে প্রাথমিক ভাবে পুলিশ ধারনা করছে। তবে এ ঘটনায়কোনপক্ষ এখনো থানায় কোন অভিযোগ করেনি।

বাংলাদেশ সময়: ২১:২৩:৪৮   ৫৯০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত

আর্কাইভ