ওয়াকফ দারিদ্র্য দূর করে সামাজিক নিরাপত্তাবলয় নিশ্চিত করে- রাষ্ট্রপতি

প্রথম পাতা » জাতীয় » ওয়াকফ দারিদ্র্য দূর করে সামাজিক নিরাপত্তাবলয় নিশ্চিত করে- রাষ্ট্রপতি
শনিবার, ৪ নভেম্বর ২০১৭



---

।।ভোলাবাণী।। ওয়াকফ ব্যবস্থা সামাজিক দারিদ্র্য দূর করে। তাই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সামাজিক নিরাপত্তাবলয় নিশ্চিতে ওয়াকফ সহায়ক হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারঁগাও হোটেলে ওয়াকফ পুনর্জাগরণের লক্ষে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা ‘রিভাইভাল অব ওয়াকফ ফর সোসিও ইকনোমিক ডেভেলপমেন্ট’ উদ্বোধনকালে রাষ্ট্রপতি এ কথা বলেন।

তিনি বলেন, উন্নয়নের দীর্ঘমেয়াদী ভিশনকে এগিয়ে নিতে বাংলাদেশ সরকার সম্ভাবনাময় সম্পদগুলো ব্যবহারের মাধ্যমে দারিদ্র দূরীকরণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি কার্যক্রম অব্যাহত রেখেছে।

রাষ্ট্রপতি বলেন, ইসলামী আর্থিক ব্যবস্থায় ইসলামী ব্যাংকিং, ইসলামী মাইক্রো ফাইন্যান্স, যাকাত, ওয়াকফ, সাদাকা, কর্জে হাসানা’র মত বিষয়গুলো সমাজের আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমকে নিশ্চিত করতে টেকসই উন্নয়ন ও কল্যাণমূলক উদ্দেশ্যকে সুন্দরভাবে সম্পৃক্ত করেছে।

তিনি বলেন, ওয়াকফ দারিদ্র্য দূর করে সামাজিক নিরাপত্তাবলয় নিশ্চিত করার এসডিজি অর্জনকে সহজতর করবে।

এ সময় সমাজ থেকে দারিদ্র্য দূর করতে ওয়াকফর মত বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সুবিধাবঞ্চিতদের কল্যাণে সম্পদশালীদের এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স ইউনিভার্সিটির ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. কবির হাসান।

বিশেষ অতিথি ছিলেন ইসলামিক রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের সিনিয়র ইকোনোমিস্ট ড. খলিফা মোহাম্মদ আলী। স্বাগত বক্তব্য দেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের চেয়ারম্যান নিয়াজ রহিম।

সম্মানিত অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, একাধিক ইসলামী ব্যাংক ক্যাশ ওয়াকফ ব্যবস্থাপনা চালু করেছে; যেখানে কয়েক হাজার আমানতকারী অর্থ জমা রেখেছেন। তিনি ধনী ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে যাকাত ও ওয়াকফ ব্যবস্থাপনার প্রতি গুরুত্ব দেয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান আরাস্তু খান।

আইডিবি গ্রুপের ইসলামিক রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের যৌথ উদ্যোগে এ কর্মশালায় বাংলাদেশ, ব্রুনাই, ইন্দোনেশিয়া, জাপান, সৌদি আরব, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে গবেষক, পন্ডিত ও বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ২১:৪৭:৪৫   ১৫২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


কাউকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেব না : প্রধানমন্ত্রী
বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ট ব্যবসায়ীসহ গ্রাহকবিদ্যুত বিহীন মনপুরা ॥ তীব্রতাপদাহে ভোগান্তিতে সাধারন মানুষ
আজ পহেলা বৈশাখ
সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করুন: প্রধানমন্ত্রী
জনগণের সেবা নিশ্চিত করতে , ভোটের চিন্তা থাকবে না : প্রধানমন্ত্রী
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী
স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের হারানো গৌরব ফিরিয়ে এনেছে : প্রধানমন্ত্রী
১০ বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী
ইলিশা লঞ্চঘাট থেকে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

আর্কাইভ