ভোলা জেলা কারাগারে ধারন ক্ষমতার অধিক ৭গুন বন্দি; ডাক্তার-নার্স সংকট

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলা জেলা কারাগারে ধারন ক্ষমতার অধিক ৭গুন বন্দি; ডাক্তার-নার্স সংকট
বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭



 

---

ছোটন সাহা ।।ভোলাবাণী।। ভোলা জেলা কারাগারে ধারন ক্ষমতার অধিক প্রায় ৭ গুন বন্দি দুর্বিশহ মানবেতর দিন কাটাচ্ছেন। এরমধ্যে আবার বন্দিদের ৩টি ভবনের মধ্যে সব কয়টি জরাজীর্ন হয়ে ঝুকিপূর্ন ভবনে পরিনত হয়েছে। এছাড়া কারা হাসপাতালে চিকিৎসক ও নার্স সংকট রয়েছে।
দীর্ঘ এক বছরের অধিক সময় ধরে চিকিৎস ও নার্সের একটি করে দুটি পদ শুন্য রয়েছে। এতে বন্দি রোগীদের চিকিৎসা সেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে।
জেলা কারাগার সুত্র জানিয়েছে, ভোলা শহরে চরনোয়াবাদ এলাকায় পুলিশ লাইন্স এলাকায় ভোলা জেলা কারাগার অবস্থিত। সেখানে ১০০ বন্দির থাকার ধারন ক্ষমতা রয়েছে। কিন্তু ১০০ ধারন ক্ষমতার বিপরীতে ২৫ অক্টোবর পর্যন্ত কারাগারে বন্দি রয়েছে ৬৭০জন। যাদের মধ্যে ৫০০ জন হাজতি ও ১৭০ জন কয়েদি। এসব বন্দির মধ্যে ১১জন নারী রয়েছে।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, স্থান সংকুলন না হওয়ায় বন্দিদের অনেক গাদাগাদি করে থাকতে হচ্ছে। তারমধ্যে আবার ভবন পুরনো। বিশেষ করে কারাগারে ১০ বেডের হাসপাতালে একজনও চিকিৎসক ও নার্স নেই। সেখানে দুটি পদ থাকলেও এক বছর ধরে তা শুন্য। তবে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে ভোলা সদর থেকে জরুরি ডাক্তার ও নার্স আনতে হয়।
জানা গেছে বন্দিরে মধ্যে মাদক ও শিশু নির্যাতন মামলা আসামী সবচেয়ে বেশী। এছাড়া সম্প্রতি ইলিশ অভিযানে ১৮০ জন জেলে রয়েছে। বন্দিদের থাকার স্থান কম থাকায় তাদের মানবেতন দিন কাটাতে হচ্ছে।
এ ব্যাপারে ভোলা জেলা কারাগারের জেলার মাসুদ হাসান জুয়েল জানান, বন্দিদের বাসস্থান সংকট রয়েছে, বিষয়টি আমরা প্রতি মাসেই উর্ধ্বতন কর্তৃপক্ষ পক্ষকে চিঠির মাধ্যমে জানাচ্ছি। কিন্তু এখণ পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হয়নি। এছাড়া ভবন জরাজীর্ন ও অবকাঠামোর সমস্যার কথাও জানানো হয়ছে। নার্স-চিকিৎসট সংকটের কারনে বন্দি রোগীদের চিকিৎসা দিতে গিয়েও হিমশিম খেতে হয়।

বাংলাদেশ সময়: ২০:৪৪:০৯   ১৩৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে

আর্কাইভ