ভোলার তজুমদ্দিনে শিশু সুরক্ষা ও শিক্ষা বিষয়ক যোগাযোগ সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » তজুমদ্দিন » ভোলার তজুমদ্দিনে শিশু সুরক্ষা ও শিক্ষা বিষয়ক যোগাযোগ সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭



---

।।ভোলাবাণী।। বে-সরকারী উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ জার্মানির অর্থয়ানে এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের বাস্তবায়নে ভোলার তজুমদ্দিনে শিশু সুরক্ষা ও শিক্ষা বিষয়ক যোগাযোগ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা জালাল উদ্দীনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তৃতা করেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার শামীম কুদ্দুস ভূইয়া, মহিলা ভাইসচেয়ারম্যান ফাতেমা বেগম, অফিসার ইনচার্জ একেএম শাহিন মন্ডল, ওসি তদন্ত আনোয়ারুল ইসলাম, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান, চাঁচড়া ইউপি চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান, এস.আই আনোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী আসিফ আহামেদ। ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্পের কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন প্রকল্প কর্মকর্তা মোঃ মনির হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, চাঁদপুর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৈয়বুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এন সাকিব, মৎস্য কর্মকর্তা (অ.দা) আমির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা ইন্দ্রজিৎ দেবনাথ, সমবায় কর্মকর্তা আব্দুল জব্বার, প্রধান শিক্ষক মোঃ জোসেব মিয়া, ফরহাদ হোসেন, নাছির উদ্দিন, উত্তর চাপড়ী মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওঃ কামাল উদ্দিন, খোসনদী দাখিল মাদ্রাসার সুপার মাওঃ রফিকুল ইসলাম, প্রেসকাবের সাবেক সভাপতি রফিক সাদী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবু সোলায়মান।
সভায় বক্তারা বলেন, বড়দের যা দায়িত্ব, শিশুদের তা অধিকার। শিশুদের শিক্ষা নিশ্চিত হলে দারিদ্রের দুষ্ট চক্র থেকে বের হওয়া সহজ হবে। কোথাও শিশু অধিকার লঙ্ঘিত হলে প্রশাসনের সাথে যোগাযোগ করতে বলা হয়।

বাংলাদেশ সময়: ২০:৪৮:৪২   ৩০৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
তজুমদ্দিনে গণহত্যা দিবস পালিত ॥
তজুমদ্দিনে প্রতিবন্ধী শিশুকে শিকল দিয়ে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ ॥
তজুমদ্দিনে সরকারি চাল উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি গঠন
তজমদ্দিনে পল্লীসেবার আয়োজনে বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত ॥
তজুমদ্দিনে সরকারি ২৪ বস্তা চাল উদ্ধার ॥ তদন্ত কমিটি গঠন

আর্কাইভ