বেড়ীবাধঁ ভেঙ্গে জোয়ারের পানিতে ভেসে যাওয়া নিখোঁজ ৩ জন উদ্ধার; ক্ষতিগ্রস্ত এলাকায় উপজেলা চেয়ারম্যান পরিদর্শন

প্রথম পাতা » প্রধান সংবাদ » বেড়ীবাধঁ ভেঙ্গে জোয়ারের পানিতে ভেসে যাওয়া নিখোঁজ ৩ জন উদ্ধার; ক্ষতিগ্রস্ত এলাকায় উপজেলা চেয়ারম্যান পরিদর্শন
রবিবার, ২২ অক্টোবর ২০১৭



মনপুরয় নিন্মচাপের প্রভাবে ভাঙ্গা বেড়ীবাঁধটি এলাকা পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মিসেস শেলিনা আকতার চৌধুরী।

মোঃ ছালাহউদ্দিন ।।ভোলাবাণী।। মনপুরা সংবাদদাতা॥ ভোলার মনপুরা উপকূলে নি¤œ চাপের প্রভাবে শনিবার মেঘনার জোয়ারের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। জোয়ারের পানির তীব্র স্্েরাতে চৌধুরী বাজার পুর্বপাশে নতুন বেড়ীবাধঁটি ভেঙ্গে যায়। তীব্র স্্েরাতে ভাঙ্গন এলাকায় ১টি দোকান ঘরসহ ৩ জন ভেসে যায়। জোয়ারের পানিতে ৫ হাজার একর আমনের ক্ষেত প্লাবিত হয়। রবিবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মিসেস শেলিনা আকতার চৌধুরী পরিদর্শন করেন।
জোয়ারের পানিতে ভেসে যাওয়া উদ্ধার তিনজন হলেন, ইলিয়াস(২৫), রুহুল আমিন(নুরআলম) (৩০)এবং রাহাত (২৫)। এদের সবার বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চৌধুরী বাজারের পূর্বপাশে ফকিরের দোন এলাকায়। শনিবার রাত ১১টায় নিখোঁজ তিন জনকে মিয়া জমিরশাহ চর সংলগ্ন মেঘনা থেকে উদ্ধার করেন মান্নান মাঝি ও আশরাফ মাঝি।
উদ্ধার হওয়া ইলিয়াছ জানান,প্রচন্ড ঢেউয়ের আঘাতে আমার দোকান ঘরটি সম্পুর্ন বিধ্বস্ত হয়ে যায়। আমার ঘরটি হঠাৎ জোয়ারের পানির সাথে মেঘনায় চলে যায়। আমরাও তীব্র ঢেউয়ের আঘাতে মেঘনায় ভাসতে থাকি। পরে আমরা ভেসে যাওয়া ঘরটির চালের উপর উঠে বসি। আমাদেরকে মেঘনার স্্েরতে নদীর মাঝ খানে নিয়ে যায়। পরে ট্রলার গিয়ে মিয়া জমিরশাহ চর সংলগ্ন মেঘনা থেকে উদ্ধার করে নিয়ে আসে। আমার দোকানে প্রায় দেড় লক্ষ টাকার মালামাল ছিল। সম্পুর্ন জোয়ারের পানির সাথে ভেসে গিয়েছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, নিন্মমানের বেড়ীবাধঁ করার কারনে জোয়ারের পানির আঘাতে বেড়ীবাধঁটি ভেঙ্গে যায়। জোয়ারের পানি এখন উঠা নামা করে। যার ফলে আমন ধানের ব্যাপক ক্ষতি হচ্ছে। দ্রুত বেড়ীবাধঁটি মেরামত করা না হলে প্লাবিত এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়বে। এছাড়াও নিন্মচাপের প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র ঢেউয়ের আঘাতে নতুন করে আরো বেড়ীবাধঁ ভেঙ্গে যাওয়ার ঝুকির মধ্যে রয়েছে।
খোজ নিয়ে জানা যায়, জোয়ারের পানির চাপে হাজিরহাট ইউনিয়নের চৌধুরী বাজারের পূর্বপাশে ফকিরের দোন এলাকায় চার স্থানে নতুন আধা কিলোমিটার এলাকায় বেড়ীবাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে । হাজির হাট ইউনিয়নের পুরান থানা সংলগ্ন লতিফ ভূইয়ার পুরানবাড়ী বেড়ীবাধঁটি প্রায় অর্ধেক ভেঙ্গে গেছে। উত্তর চরযতিন জামে মসজিদটি ভিটে অর্ধেকাংশ ভেঙ্গে গেছে। ফকির দোন এলাকায় আনসার দোকান ভেঙ্গে গিয়ে প্রায় ১ লক্ষ টাকার মালামাল ভেসে গেছে।
এব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান মিসেস শেলিনা আকতার চৌধুরী বলেন,নিন্মচাপের প্রভাবে বেড়ীবাধঁ ভেঙ্গে যাওয়ায় দ্রুত বেড়ীবাধ মেরামতের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে আমি পানিউন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি।

বাংলাদেশ সময়: ১৮:০৫:৫৪   ২০৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
গুজবে কেউ কান দেবেন নাঅটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: মোহাম্মদ ইউনুছ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়

আর্কাইভ