গণতন্ত্রকে শক্তিশালী করতে তরুণদের মেধা কাজে লাগাতে হবে

প্রথম পাতা » জাতীয় » গণতন্ত্রকে শক্তিশালী করতে তরুণদের মেধা কাজে লাগাতে হবে
রবিবার, ২২ অক্টোবর ২০১৭



---

।ভোলাবাণী। জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, গণতন্ত্রের সুষ্ঠু বিকাশ, আইনের শাসন প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে তরুণদের মেধা কাজে লাগাতে হবে।

রোববার ঢাকার লেকশোর হোটেলে Common Purpose Charitable Trust আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, কমলওয়েলথভুক্ত ৫২টি দেশের মোট জনসংখ্যা ২.৪ বিলিয়ন-যার ৬০ শতাংশ তরুণ। তরুণ সমাজের উন্নয়নে কমনওয়েলথ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) উদ্যোগে তরুণ নেতৃত্বকে এগিয়ে দেয়ার লক্ষ্যে বাংলাদেশ জাতীয় সংসদ পাইওনিয়ার ভূমিকা রেখেছে। এর আওতায় রোড শোসহ তরুণদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে। গণতন্ত্র, সংসদ, মানবাধিকার ও রাজনীতিতে তরুণ সমাজকে অর্থবহভাবে সম্পৃক্ত করার জন্য সিপিএ কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, তরুণদের বেশি সচেতন, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, বিশ্বস্ততা এবং তথ্য প্রযুক্তি আয়ত্ব করার বিষয়ে কমনওয়েলথ ১০০ প্রোজেক্ট গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। উন্নয়ন পরিকল্পনা, কর্মকৌশল এবং ভবিষ্যত নেতৃত্বে তরুণ সমাজকে সম্পৃক্ত করতে কমনওয়েলথ পার্লামেন্টারি আসোসিয়েশনের আওতায় Common Purpose কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভায় স্পিকার বলেন, তরুণ কণ্ঠকে জাগ্রত করতে প্রয়োজন তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো। এক্ষেত্রে তরুণদের মানসিকতা ও জ্ঞানের কার্যকরী বিকাশে তাদের সঙ্গে কথা বলা ও প্রশিক্ষণ খুবই জরুরি। ফলশ্রুতিতে তরুণদের মাঝ থেকে নেতা উঠে আসবে-গতিশীলতা আসবে ভবিষ্যত নেতৃত্বে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমন পারপাস এশিয়া প্যাসিফিকের প্রধান নির্বাহী আদিরুপা সেনগুপ্তা। কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন কমওয়েলথ ১০০ এর প্রকল্প ব্যবস্থাপক মেঘা হারিস।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাজী নাবিল আহমেদ এমপি, এমসিসিআইয়ের প্রেসিডেন্ট নাহিদ কবির ও কমন পারপাসের বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণার্থীরা।

বাংলাদেশ সময়: ১৮:১১:৪৯   ১৩৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


কাউকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেব না : প্রধানমন্ত্রী
বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ট ব্যবসায়ীসহ গ্রাহকবিদ্যুত বিহীন মনপুরা ॥ তীব্রতাপদাহে ভোগান্তিতে সাধারন মানুষ
আজ পহেলা বৈশাখ
সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করুন: প্রধানমন্ত্রী
জনগণের সেবা নিশ্চিত করতে , ভোটের চিন্তা থাকবে না : প্রধানমন্ত্রী
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী
স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের হারানো গৌরব ফিরিয়ে এনেছে : প্রধানমন্ত্রী
১০ বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী
ইলিশা লঞ্চঘাট থেকে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

আর্কাইভ