বরিশালে ছেলের হাতে বাবা খুন

প্রথম পাতা » বরিশাল বিভাগীয় সংবাদ » বরিশালে ছেলের হাতে বাবা খুন
সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭



---।।ভোলাবাণী বিভাগীয় সংবাদ।। বরিশালের আগৈলঝাড়া উপজেলার আস্কর কালীবাড়ি গ্রামে বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। ছেলে রেজাউল মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় সোমবার সকালে থানায় মামলা হয়েছে। নিহত সাত্তার মোল্লা পেশায় কাপড় ব্যবসায়ী ছিলেন।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক মোল্লা জানান, উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর কালীবাড়ি গ্রামে ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী সাত্তার মোল্লা প্রতিদিনের মত রবিবার রাতে খাবার খেয়ে দ্বিতীয় স্ত্রী রুমা বেগম ও নয় মাসের শিশু সন্তান রুমানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। তার প্রথম মৃত স্ত্রীর মেঝ ছেলে শ্রমিক রেজাউল বাবাকে জরুরি কথা আছে বলে ডেকে তুলে ঘরের বাইরে নিয়ে যায়। এরপর রেজাউল দা দিয়ে বাবা সাত্তারের মুখে, ঘাড়ে, কপালে, থুতনি, পায়ে ও পেটে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় সাত্তারের চিৎকারে স্ত্রী রুমা বেগম এগিয়ে আসতে চাইলে তাকেও কুপিয়ে হত্যা করতে যায় ছেলে রেজাউল। তাৎক্ষণিক অন্য ছেলে ও প্রতিবেশীরা এগিয়ে এসে বাধা দেয়।

সাত্তার মোল্লাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে রাতেই রেজাউলকে আটক করে পুলিশ।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক মোল্লা আরো জানান, রেজাউল মোল্লা পুলিশকে জানিয়েছে- তার মা বেঁচে থাকা অবস্থায় অনেক খারাপ ব্যবহার ও নির্যাতন করত বাবা সত্তার মোল্লা। এমনকি মায়ের মৃত্যুর পর বাড়িতে জানাজা বা দাফনও করতে দেয়নি। সেই ক্ষোভে রেজাউল বাবাকে হত্যা করেছে।

এ ঘটনায় সোমবার সকালে নিহতের স্ত্রী রুমা বেগম বাদী হয়ে রেজাউলের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিকে আদালতে ও নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৪১:২১   ১৩৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বরিশাল বিভাগীয় সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
রেজিলিয়েন্ট হোমস্টেট এন্ড লাইভলিহুড সাপোর্ট টুদ্যা ভারনালেবল কোস্টাল পিপল অব বাংলাদেশ শীর্ষক আলোচনায়ভোলায় দুর্যোগের সম্মুখিন হওয়া মানুষদের বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: জেলা প্রশাসক
মনপুরায় দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত ॥
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?

আর্কাইভ