মনপুরায় আ’লীগ সাবেক এমপি অধ্যক্ষ নজরুল ইসলাম এর ২৫ তম মৃত্যুবাষীকি পালিত

প্রথম পাতা » প্রধান সংবাদ » মনপুরায় আ’লীগ সাবেক এমপি অধ্যক্ষ নজরুল ইসলাম এর ২৫ তম মৃত্যুবাষীকি পালিত
রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭



---মোঃ ছালাহউদ্দিন ।।ভোলাবাণী।। মনপুরা সংবাদদাতা॥

মনপুরা উপজেলা আ’লীগের উদ্যোগে পরিবেশ ও বন উপমন্ত্রীআলহাজ্ব আবদুল্যাহ আল ইসলাম জ্যাকব এম.পির পিতা আ’লীগের সাবেকজাতীয় সংসদ সদস্য মরহুম অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল ইসলাম এর ২৫তমমৃত্যুবার্ষীকি পালিত হয়েছে। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে ১৭ই সেপ্টম্বর আ’লীগের দলীয় কার্যালয়েকোরআন খতম,কালো ব্যজ ধারন,শোকর‌্যালী,আলোচনা সভা ও বাদ জোহর হাজিরহাট বাজার মার্কাস মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আলোচনাসভার সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি মিসেসশেলিনা আকতার চৌধুরী। ছাত্রলীগ সভাপতি শামসুউদ্দিন সাগর সঞ্চালনায়বক্তব্য রাখেন আ’লীগ সাধারন সম্পাদক অধ্যাপক এ কে এমশাহজাহান,সহসভাপতি শাহরিয়ার চৌধুরী দ্বিপক,সাংগঠনিক সম্পাদকঅলিউল্যাহ কাজল,হাজির হাট ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল কাশেমমাতাব্ব্র,হাজির হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃআলমগীর হোসেন,যুবলীগ সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জমান মনির।এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সহসভাপতি তৈয়বুর রহমানফারুক,শিপন চৌধুরী,সাংগঠনিক সম্পাদক মোঃ বায়েজিদকামাল,আলাউদ্দিন হাওলাদার,দপ্তর সম্পাদক আমিরুল ইসলাম ফিরোজ,প্রচারসম্পাদক মোঃ ছালাহউদ্দিন,সহ প্রচার সম্পাদক মোঃ জসিম উদ্দিনহাওলাদার,উত্তর সাকুচিয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল হাসেম সিরাজকাজী,হাজির হাট ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক মোঃ ইউসুফমেম্বার,উপজেলা সো¦চ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক মোঃ গিয়াসউদ্দিনআজম,শ্রমিকলীগ আহবায়ক আবুয়াল হোসেন আবু মেম্বার,মৎস্যজীবীলীগআহবায়ক আবুল কাশেম মেম্বার,উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদকবাবুল মাতাব্বরসহ আ’লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীসমর্থক,গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিক উপস্থিত ছিলেন। ক্যাপসন ঃপিক ঃ ১,মনপুরা আ’লীগ সাবেক এম.পি মরহুম অধ্যক্ষ মিয়ামোহাম্মদ নজরুল ইসলাম এর ২৫তম মৃত্যুবার্ষিকীর র‌্যালীর একাংশ।

বাংলাদেশ সময়: ১৭:১৩:৩৫   ২২৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষনা ॥ ১ জনের মনোনয়ন বাতিল ॥
এসএসসির ফলাফল জানা যাবে যেভাবে

আর্কাইভ