ভোলায় মাথায় মেহেদী দেয়ার কারনে ছাত্রীর চুল কেটে দিলো শিক্ষিকা

প্রথম পাতা » ব্রেকিংনিউজ » ভোলায় মাথায় মেহেদী দেয়ার কারনে ছাত্রীর চুল কেটে দিলো শিক্ষিকা
রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭



---স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।।

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষার শিক্ষিকা হামিদা বেগম এর বিরুদ্ধে ৯ম শ্রেণীর এক ছাত্রীর চুল কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার (১৬ সেপ্টেম্বর) স্কুল চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামিদা বেগম এর বিচার ও শাস্তি দাবী করে জেলা প্রশাসক মহোদয় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবরে লিখিত অভিযোগ প্রদান করেছে ৯ম শ্রেণীর ওই ছাত্রী। এ নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ৯ম শ্রেণীর ছাত্রী নাবিলা চৌধুরী (দিবা রোল-৩৪) প্রতিদিনের মতো বিদ্যালয়ে এসে কাশ করছিলো। স্কুল চলাকালীন সময়ে ওই বিদ্যালয়ের শারীরিক শিক্ষার শিক্ষিকা হঠাৎ করে কাশ রুমে প্রবেশ করে সহপাঠীদের সামনে নাবিলা চৌধুরীর চুল কেচি (সিজার) দিয়ে কেটে দেয়। নাবিলা ওই শিক্ষিকাকে কি অপরাধে চুল কাটলো তা জিজ্ঞাসা করলেও মেহেদী দিয়ে চুল কালার করার অপারেধে কেটেছেন বলে জানান। এ ঘটনায় নাবিলা চৌধুরী মানষিকভাবে ভেঙ্গে পড়েন ও সহপাঠীদের সামনে লজ্জিত হন। পরে নাবিলা বিষয়টি তার পিতা-মাতাকে জানালে তারা বিষয় জানায়। পরে নাবিলা চৌধুরী এ ঘটনার বিচার ও শাস্তি দাবী করে জেলা প্রশাসক মহোদয় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবরে একটি লিখিত অভিযোগে দায়ের করেন। জেলা প্রশাসক এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন বলে তাদেরকে আশ্বাস দেন। তবে এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেক শিক্ষার্থী এ ঘটনায় ওই শিক্ষিকার বিচার দাবী করছেন।
শিক্ষার্থী নাবিলা চৌধুরী বলেন, শারীরিক শিক্ষার শিক্ষিকা হামিদা বেগম বিনা অপরাধে আমাদের ক্ললাশের ভিতরে প্রবেশ করে সহপাঠীদের সামনে আমার চুল কেটে দেয়। আমি তাকে কেন আমার চুল কাটলো জিজ্ঞাসা করলে সে বলেন, তুই মাথায় কেনো মেহেদী দিয়ে চুল কালার করলি, তাই তোর চুল কেটে দেওয়া হলো। আমি এ ঘটনায় কাশের সহপাঠীদের সামনে চরম অপমান বোধ করছি। আমি এখন কিভাবে সহপাঠীদের সামনে মুখ দেখাবো। আমি ওই শিক্ষিকার বিচার ও শাস্তি দাবী করছি।
এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষিকা হামিদা বেগমের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৭:১৬:৫৬   ১৬৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ব্রেকিংনিউজ’র আরও খবর


৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মনপুরায় সম্বাব্য প্রার্থীদের অনলাইনে নোমিনেশন পেপার সাবমিট বিষয়ে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত ॥
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি
লালমোহনে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

আর্কাইভ