চরফ্যাশনে সেফটিক ট্যাংকির সেন্টারিং খুলতে নেমে ২ নির্মাণ শ্রমিক নিহত

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে সেফটিক ট্যাংকির সেন্টারিং খুলতে নেমে ২ নির্মাণ শ্রমিক নিহত
বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭



---মিজান নয়ন,চরফ্যাশন অফিস,ভোলা বানী ॥
চরফ্যাশনে  নির্মানাধীন ঘরের সেফটিক ট্যাংকির সেন্টারিং খুলতে ট্যাংকির ভিতরে নেমে বিষাক্ত গ্যাসে শ্বাস বন্দ হয়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চরফ্যাশন হাসপাতালের পূর্ব  দক্ষিণ পাশে কাঠ পট্রি সড়ক সংলগ্ন হারুন মাষ্টারের নির্মানাধীন বসত ঘরে এই দূর্ঘটনা ঘটে। চরফ্যাশন ফায়ার ফায়ার  কর্মিরা পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় আধা ঘন্টা চেষ্টার পর ট্যাংকির ভিতর থেকে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে জানান। নিহতরা হলেন জিন্নাগড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জালু মুন্সির ছেলে আব্বাছ(৩৫) এবং একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মন্নান মিস্ত্রির ছেলে ইউছুফ(২৮)।
নির্মানাধীন ভবনের মালামাল পাহাড়াদার মোতালেব মোল্লা জানান, সকালে নির্মানাধীন ভবনের সেফটিক ট্যাংকির ভিতরের সেন্টারিং এর কাঠ খোলার জন্য তারা ট্যাংকির ঢাকনা খোলেন। পরে বালতিতে রশি বেঁধে জমে থাকা পানি উঠান। এসময় চা দোকানে নাস্তা খেতে যান তিনি। ট্যাংকির ভিতরে লোক চিৎকার করছে এমন খবরে তিনি এসে দেখেন সেখানে অনেক লোক জমে গেছে। ট্যাংকিতে জমে থাকা হাটু পানিতে তারা উপড় হয়ে পড়ে আছেন। তিনি ঘটনাটি মালিক হারুন মাষ্টারকে জানান। পরে চরফ্যাশন ফায়ার ফায়ার  কর্মিরা এসে পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় ট্যাংকির ভিতর থেকে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে জানান।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.সিরাজ উদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। ধারনা করা হচ্ছে সেফটিক ট্যাংকিতে জমে থাকা বিষাক্ত গ্যাসে শ্বাস বন্দ হয়ে তাদের মৃত্যু হয়েছে।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ম.এনামুল হক জানান,এঘটনায় কাহারো কোন অভিযোগ না থাকায় লাশগুলো নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৮:৪৯   ১০৬৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত

আর্কাইভ