ভোলার তজুমদ্দিনে শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয় করণের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন

প্রথম পাতা » তজুমদ্দিন » ভোলার তজুমদ্দিনে শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয় করণের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন
বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭



---

।।ভোলাবাণী।। ভোলার তজুমদ্দিনে বেসরকারী স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয় করণের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সকাল ১১ টায় তজুমদ্দিন প্রেসকাবের সামনে থেকে দীর্ঘ লাইনে দাড়িয়ে এ মানববন্ধন পালন করে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা।
এ সময় মানববন্ধনে অংশ নিয়ে বক্তৃতা করেন, বাংলাদেশ বেসরকারী শিক্ষক-কর্মচারী ফোরামের তজুমদ্দিনের সভাপতি ও চাঁদপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ কামাল মাহমুদ, সাধারণ সম্পাদক ও সম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন, তজুমদ্দিন-মনপুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার শামীম কুদ্দুস ভূইয়া প্রমুখ। অন্যান্যের মধ্যে মানববন্ধনে অংশ নেয় তজুমদ্দিন প্রেসকøাবের সভাপতি ও তজুমদ্দিন হোসনেয়ার চৌধুরী মহিলা কলেজের পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মোঃ শরীফ, চাঁচড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ছালাউদ্দিন, চাপড়ী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ হাবিবুর রহমান হারুন, আড়ালিয়া রহমানিয়োর অধ্যক্ষ মাওঃ ইব্রাহিম, খোসনদী দাখিল মাদ্রাসার সুপার মাওঃ রফিকুল ইসলাম, দেবীপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আঃ হাই, মোহাম্মদ ভেলা ওমরিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ নুরুজ্জামান, বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল মিয়া, চরজহির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জুয়েলসহ সকল প্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধান, শিক্ষক ও কর্মচারীরা মানববন্ধনের উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, স্বাধীনতার ৪৬ বছর পরও দেশের বেসরকারী শিক্ষক কর্মচারীগণ নানাবিধ বঞ্চনা ও বৈষম্যের স্বীকার হয়ে সামাজিক মান মর্যাদাহীন ভাবে মানবেতর জীবন যাপন করছে। তাই যতদ্রুত সম্ভব বেসরকারী শিক্ষক কর্মচারীদের প্রাণের দাবী তাদের চাকুরী জাতীয় করণ করে সামাজিক ভাবে সম্মানের সাথে বেঁচে থাকার অধিকারটুকু দিতে মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আকুতি জানান। পরে তারা উপজেলা নির্বাহি কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রীর কাছে তাদের দাবী সম্বলিত একটি স্মরকলিপি প্রদান করেন।

বাংলাদেশ সময়: ২০:৩০:০৩   ২১০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
তজুমদ্দিনে গণহত্যা দিবস পালিত ॥
তজুমদ্দিনে প্রতিবন্ধী শিশুকে শিকল দিয়ে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ ॥
তজুমদ্দিনে সরকারি চাল উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি গঠন
তজমদ্দিনে পল্লীসেবার আয়োজনে বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত ॥
তজুমদ্দিনে সরকারি ২৪ বস্তা চাল উদ্ধার ॥ তদন্ত কমিটি গঠন

আর্কাইভ