আলী আজম মুকুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৭ অনুষ্ঠানের প্রস্তুতি বিষয়ক সংবাদ সম্মেলন

প্রথম পাতা » খেলাধূলা » আলী আজম মুকুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৭ অনুষ্ঠানের প্রস্তুতি বিষয়ক সংবাদ সম্মেলন
মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭



---

আবদুল মালেক ।।ভোলাবাণী স্পোর্টস।। আলী আজম মুকুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৭ অনুষ্ঠানের পূর্ব প্রস্তুতি বিষয়ক নিয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলা ক্রীড়া সংস্থা। ‘‘ মাদকমুক্ত ভোলা গড়তে সম্প্রীতির ফুটবল’’ স্লোগান কে সামনে রেখে মাদকমুক্ত ভোলা গড়ার প্রত্যয় এবং যুবসমাজকে ক্রীড়া অনুরাগী করে গড়ে তোলার লক্ষ্যে উপজেলা নির্বাহি কর্মকর্তার হলরুমে মঙ্গলবার বিকাল ৫টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি মো: আ: কুদদূস এর সভাপতিত্বে উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কবি হাসান মাহমুদ। সংবাদ সম্মেলনে ক্রীড়া সংস্থার সভাপতি জানান, ‘‘মাদকমুক্ত ভোলা গড়তে সম্প্রীতির ফুটবল টুর্নামেন্ট’’ স্লোগান কে সামনে রেখে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আলী আজম মুকুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৭ এর দ্বিতীয় আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৯ সেপ্টেম্বর শনিবার বিকাল ৩টায় আব্দুল জব্বার কলেজ মাঠে জমকালো ভাবে অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ খেলার শুভ উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল।  উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন ভোলা জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন। খেলায় এ জেলার ৮টি থানা ১টি করে দল নিয়ে অংশ গ্রহন করবেন। উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করবেন বোরহানউদ্দিন বনাম তজুমদ্দিন উপজেলা। এছাড়া নৌকা বাইচ, ঘুড়ি ও ক্রিকেট খেলার আয়োজন করার সিদ্ধান্ত রয়েছে বলে তিনি জানান। তিনি গত বছরের প্রথম আসরের ন্যায় এ বছরও প্রত্যেকটি ম্যাচে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এসময় উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সরোয়ার শিমুল, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ জোহেব হাসান প্রমূখ সহ ক্রীড়া সংস্থার সদস্য বৃন্দ এবং বোরহানউদ্দিন উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:৪৫   ৩৪২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধূলা’র আরও খবর


আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজতামিম-রিশাদ ঝড়ে টাইগারদের সিরিজ জয়
শান্তর সেঞ্চুরি ও মুশফিকের ব্যাটিং নৈপুর্নে সিরিজে এগিয়ে বাংলাদেশ
ভোলায় ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা
মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে উদ্যোগে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত ॥
বাংলাদেশ-শ্রীলংকা টি টুয়েন্টিছয় মেরে জয় এনে দিলেন শান্ত
মাহমুদউল্লাহ ও জাকেরের ঝড়ো ব্যাটিংয়েও জিততে পারলো না বাংলাদেশ
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত
মেসির সঙ্গে খেলতে চান নেইমার

আর্কাইভ