মাইলফলকের সামনে দাঁড়িয়ে দেশসেরা ওপেনার

প্রথম পাতা » খেলাধূলা » মাইলফলকের সামনে দাঁড়িয়ে দেশসেরা ওপেনার
শনিবার, ২৬ আগস্ট ২০১৭



---।।ভোলাবাণী স্পোর্টস।। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ের বেশিরভাগ রেকর্ডই এখন তামিম ইকবালের দখলে। টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক, সবচেয়ে বেশি সেঞ্চুরিও তার। এবার টেস্ট ক্রিকেটে আরেকটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে দেশসেরা এ ওপেনার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন হোম সিরিজের প্রথম ম্যাচটাই হবে তামিমের ৫০তম টেস্ট। একইভাবে টেস্ট খেলার হাফ-সেঞ্চুরি পূর্ণ হবে সাকিব আল হাসানেরও। ক্যারিয়ারের ৫০তম টেস্ট স্মরণীয় করতে বিশেষ পারফরম্যান্সের আশা করছেন তামিম। সেটা দলগত বা ব্যক্তিগত, যাই হোক।

গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে বাঁহাতি এ ওপেনার বলেছেন, ‘বাড়তি কোনো রোমাঞ্চ নেই। ৫০তম টেস্ট একটি বিশেষ উপলক্ষ। আমার পারফরম্যান্স বা দলের পারফরম্যান্স দিয়ে এটাকে আরো বিশেষ করা যায় কিনা ওই লক্ষ্য থাকছে।’

টেস্ট অভিষেকেই জোড়া হাফ-সেঞ্চুরি করেছিলেন তামিম। ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডানেডিনে ৫৩, ৮৪ রানের ইনিংস খেলেছিলেন। নয় বছর পেরিয়ে এখন ৫০তম টেস্ট খেলবেন তিনি। বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার তামিম-সাকিব। একই ম্যাচেই দুই অভিজ্ঞ ক্রিকেটারের মাইলফলক অর্জন সম্পর্কে ২৮ বছর বয়সী এ ব্যাটসম্যান বলেছেন, ‘এটা ভালো একটি অর্জন। আমি আর সাকিব ৫০তম টেস্ট খেলতে যাচ্ছি। দিন শেষে এখানে মনে রাখার মতো কোনো পারফরম্যান্স, ফল যদি না হয় তখন এটা শুধুই একটা নাম্বার হয়ে থাকবে। আমি আমার দিক থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করবো। সাকিবও তাই। ভালো ফল করি বা নিজে ব্যক্তিগতভাবে যদি দলের জন্য ভালো কিছু করতে পারি তাহলে এটা আলাদা হবে।’

তবে ক্যারিয়ারের শুরুতে এত টেস্ট খেলার কথা ভাবেননি তামিম। এমনকি ৫০টি টেস্ট খেলা নিয়েও সংশয় ছিল ৪৯ টেস্টে তিন হাজার ৬৭৭ রান করা এ ব্যাটসম্যানের। আটটি টেস্ট সেঞ্চুরির মালিক বলেন, ‘সত্যি কথা কোনো সংখ্যা মাথায় ছিল না- কতগুলো ম্যাচ খেলবো বা এতগুলো ম্যাচ খেলবো। যখন টেস্ট ক্রিকেট শুরু করি বা আমার অভিষেক হয় তখন মাথায় এটা ছিল, যত লম্বা সময় বাংলাদেশের হয়ে খেলা যায়। ওটাই লক্ষ্য ছিল। নির্দিষ্ট কোনো সংখ্যা মাথায় ছিল না। একটা সময়ও মনে হচ্ছিল, আমরা যেভাবে টেস্ট খেলছি তাতে ৫০টা টেস্ট খেলতে পারবো কি না তাও নিয়ে সন্দেহ হচ্ছিল। এখন আমাদের অনেক ক্রিকেট বেড়েছে। টেস্ট বেশি খেলছি আগের তুলনায়। এখন থেকে যাদের অভিষেক হবে তাদের জন্য নাম্বার সেট করা সহজ হবে আমাদের চেয়ে।’

বাংলাদেশ সময়: ১০:৫৫:১০   ১১১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধূলা’র আরও খবর


আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজতামিম-রিশাদ ঝড়ে টাইগারদের সিরিজ জয়
শান্তর সেঞ্চুরি ও মুশফিকের ব্যাটিং নৈপুর্নে সিরিজে এগিয়ে বাংলাদেশ
ভোলায় ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা
মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে উদ্যোগে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত ॥
বাংলাদেশ-শ্রীলংকা টি টুয়েন্টিছয় মেরে জয় এনে দিলেন শান্ত
মাহমুদউল্লাহ ও জাকেরের ঝড়ো ব্যাটিংয়েও জিততে পারলো না বাংলাদেশ
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত
মেসির সঙ্গে খেলতে চান নেইমার

আর্কাইভ