ভোলায় অর্থনৈতিক শুমারি প্রকাশনা সেমিনার অনুষ্ঠিত

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় অর্থনৈতিক শুমারি প্রকাশনা সেমিনার অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬



---আদিল হোসেন তপু : ভোলা বাণী :
ভোলায় অথনৈতিক শুমারি-২০১৩ এর জেলা রিপোর্ট প্রকাশনা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ভোলা জেলা প্রশাসকের কার্যলয়ে মিলনায়তনে এক সেমিনারে এই রিপোর্ট প্রকাশ করা হয়। জেলা প্রশাসন এবং জেলা পরিসংখ্যান কার্যালয় এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে ভোলা জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন এর সভাপত্বিতে সভায় স্বাগত্ব বক্তব্য রাখেন জেলা পরিসংখ্যান যুগ্ন- পরিচালক মো: মিজানুর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) সুব্রত কুমার সিকদার, অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট আব্দুল হালিম, ভোলা সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোজাহিদুল ইসলাম। এসময় আরো বক্তব্য জেলা পরিসংখ্যান অবসর প্রাপ্ত পরিচালক নুর উদ্দিন আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিসংখ্যান কার্যালয় সাবেক পরিচালক তৈয়বুর রহমান, প্রবীন সাংবাদিক এম এ তাহের, অধ্যক্ষ এম ফারুকুর রহমান প্রমুখ। জেলা পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেলা রিপোর্টে বলা হয়, ভোলা জেলা মোট ৬৯ হাজার ৭৭০ টি অর্থনৈতিক প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে স্থায়ী রয়েছে ৫৩ হাজার ৩৭৩ টি। অতৈনিতিক ক্ষেত্রে নারীদের অংশ গ্রহন ৩ % থেকে বেড়ে ৯% উন্নত হয়েছে বলে জানানো হয়।

কর্মশালায় অর্থনৈতিক শুমারি ২০১৩ এর ভোলা জেলা রিপোর্ট প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন বলেন, বাংলাদেশে এককালীন কৃষি নির্ভর অর্থনীতি ক্রমশ পরিবর্তিত হয়ে শিল্প ও সেবা নির্ভর আধুনিক মিশ্র অর্থনীতিতে উত্তরণ ঘটেছে। আর এতে করে অকৃষিখাতের ব্যাপক সম্প্রসারন হচ্ছে। সেই সাথে জাতীয় আয় ও কর্মসংস্থানে অকৃষিখাতের অবদান উল্লেখ্য যোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে।

বাংলাদেশ সময়: ৯:৫০:১৫   ১৫১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


মনপুরায় কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে অবহিতকরন সভা অনুষ্ঠিত
উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল
দক্ষিণ আইচায় ধান ক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
ভোলায় লাশ গোসলের আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে: জেলা প্রশাসক
ভোলায় বর্জপাতে কৃষকের মৃত্যু
ফিলিস্তিনে গণহত্যা প্রতিবাদে ভোলায় ছাত্রলীগের পতাকা উত্তোলন ও পদযাত্রা কর্মসূচি
মনপুরায় দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত ॥
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হচ্ছে
ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

আর্কাইভ