শনিবার, ১৯ আগস্ট ২০১৭

দৌলতখানে পরিবারের সবাইকে অচেতন করে ঘরের মালামাল লুট

প্রথম পাতা » দৌলতখান » দৌলতখানে পরিবারের সবাইকে অচেতন করে ঘরের মালামাল লুট
শনিবার, ১৯ আগস্ট ২০১৭



---স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।।
খাবারের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে পরিবারের সদস্যসহ আট জনকে অচেতন করে ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের তহসিল অফিসের অফিস সহকারি আবুল বসারের বাসার মুল্যবান মালামাল লুট করেছে অজ্ঞান পার্টির সদস্যরা।
বুধবার রাতে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অসুস্থ্য গৃহকর্তা আবুল বসার (৪৫), তার স্ত্রী হালিমা (৩৫), ছেলে সুমন (২০), আক্তার (৩০), মেয়ে রুমা (৩০), শাশুড়ি জাহানারা (৬০), ঝর্ণা (১০) ও মাদ্রাসা ছাত্র তানজিল (১৫) কে বৃস্পতিবার সকালে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবারের সদস্যরা গুরুতর অসুস্থ্য অবস্থায় হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। তারা কেউ ভালোভাবে কিছু বলতে পারছেননা। গৃহকর্তা আবুল বসার, তার ছেলে সুমন, আক্তার ও তানজিল জানান, বুধবার রাতের খাবার খেয়ে তারা সবাই অসুস্থ্য হয়ে পড়েন। স্থানীয়রা গতকাল সকালে তাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
ধারনা করা হচ্ছে অজ্ঞান পার্টির সদস্যরা রাতের খাবারের সঙ্গে চেতনা নাশক ওষুধ মিশিয়ে দিয়েছে। রাতে ওই খাবার খেয়ে তারা সবাই অচেতন হয়ে যায়। এ সুযোগে অজ্ঞান পার্টির সদস্যরা রাতের যে কোন সময় ঘরের জানালার গ্রিল ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বেশ কিছু মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
খবরের সত্যতা নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরো জানান, চিকিৎসক বলেছেন, খাদ্যে বিষক্রিয়া হয়ে তারা সবাই অসুস্থ্য হয়ে পড়েছেন। এ ব্যাপারে কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি। তবে, মালামাল লুট হওয়ার কোন খবর তিনি এখনো জানেননি।
উল্লেখ্য, সম্প্রতি ভোলায় অজ্ঞান পার্টির উপদ্রব বেড়েছে। গত মে মাসে লালমোহন উপজেলার একই এলাকায় একইভাবে পরিবারের সাত জনকে একইভাবে অচেতন করে সর্বস্ব লুট করে নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা।

বাংলাদেশ সময়: ১০:২৫:২০   ৪৯৭ বার পঠিত  |