মনপুরার মেঘনা থেকে ১ জেলে অপহৃত ॥ মুক্তিপন দাবী ॥

প্রথম পাতা » প্রধান সংবাদ » মনপুরার মেঘনা থেকে ১ জেলে অপহৃত ॥ মুক্তিপন দাবী ॥
শনিবার, ১৯ আগস্ট ২০১৭



---মোঃ ছালাহউদ্দিন ।।ভোলাবাণী।। মনপুরা সংবাদদাতা॥ মনপুরার মেঘনায় ইলিশ ধরা অবস্থায় ১৮আগষ্ট শুক্রবার সন্ধা ৬টার সময় হাতিয়ার জলদস্যু বাহিনী জাগলাচর সংলগ্ন মেঘনা নদী থেকে ১ জেলে মাঝিকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। অপহৃত মাঝিকে ছাড়িয়ে আনতে জলদস্যু বাহিনী ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী করেন। বিষয়টি ট্রলার মালিক ও পরিবার সুত্রে নিশ্চিত করেছেন। এ বিষয়ে মনপুরা থানা অফিসার ইনচার্জ দায়িত্বে থাকা তদন্ত কর্মকর্তা মোঃ মনির হোসেন মিয়াকে অবহিত করা হয়েছে। অপহৃত জেলে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। জেলেকে উদ্ধারের জন্য পুলিশ প্রশাসন মেঘনায় অভিযান পরিচালনা করছেন বলে নিশ্চিত করেন অফিসার ইনচার্জ দায়িত্বে থাকা তদন্ত কর্মকর্তা মোঃ মনির হোসেন।
কোরবানের ঈদেকে সামনে রেখে জলদস্যুরা আবারও ফের মেঘনায় তান্ডব চালিয়ে যাচ্ছে। জলদস্যুরা জেলেদের মারধর করে হামলা চালায়। জলদস্যুরা জেলেদের অপহৃত করায় জেলেদের মাঝে আতংক বিরাজ করছে। মেঘনায় ইলিশ মাছ ধরতে জেলেরা সাহস পাচ্ছেনা । জলদস্যুদের ভয়ে কেউ মুখ খুলতে রাজি নন। এরিপোর্ট লেখা পর্যন্ত রাত ১০ টা এখনও অপহৃত মাঝিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
খোঁজ নিয়ে এবং স্থানীয় জনপ্রতিনিধি ও জেলেদের সূত্রে জানা যায়, প্রতিদিনকার ন্যায় ফারুক মাঝি জাগলাচর সংলগ্ন মেঘনা নদীতে ইলিশ মাছ ধরার জন্য জাল ফেলে । জাল টানা অবস্থায় জলদস্যুরা আগ থেকে ওত পেতে থাকা হাতিয়ার জলদস্যু বাহিনীর ১০/১২ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অ¯্র তাক করে জেলেদের চারিদিক থেকে ঘিরে ফেলেন। পরে জলদস্যুরা অ¯্র তাক করে ট্রলারে উঠে জেলেদের জিম্মি করে ফারুক মাঝির ট্রলার থেকে নিকসন মাঝিকে অপহৃত করে নিয়ে যায়। অপহ্রত নিকসন মাঝি ফারুক মাঝির ছেলে। জলদস্যুরা নিকসন মাঝির মোবাইল ফোনে রিং দিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী করেন। মুক্তিপনের বিনিময়ে জেলেদের ছাড়িয়ে আনার জন্য বলেন জলদস্যু বাহিনী। অপহ্রত মাঝি উপজেলা চেয়ারম্যান আড়তের বলে জানাযায়।
এবিষয়ে উপজেলা চেয়ারম্যান মিসেস শেলিনা আকতার চৌধুরী বলেন,হাতিয়ার জলদস্যু বাহিনী প্রায় জেলেদের উপর হামলা চালায়। জেলেদের আটক করে মুক্তিপন আদায় করে। আজকেও এক জেলেকে নিয়ে গেছে জলদস্যু বাহিনী। এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারের জন্য চেষ্ঠা করে যাচ্ছি।
এব্যাপারে মনপুরা থানা অফিসার ইনচার্জ দায়িত্বে থাকা তদন্ত কর্মকর্তা মোঃ মনির হোসেন মিয়া বলেন,ঘটনা শুনার সাথে সাথে জেলেকে উদ্ধারের জন্য মেঘনায় অভিজান চালানো হয়েছে। এস আই মোঃ জসিমউদ্দিনের নের্তৃত্বে মেঘনায় অভিযান পরিচালনা করছি। এখনও অপহ্রত জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি। আমাদের অভিযান উদ্ধার না হওয়া পর্যন্ত অব্যহত থাকবে।

বাংলাদেশ সময়: ১০:১৫:৫৮   ২২৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষনা ॥ ১ জনের মনোনয়ন বাতিল ॥
এসএসসির ফলাফল জানা যাবে যেভাবে
উপজেলা পরিষদ নির্বাচন ২৪নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ, সবাই কেন্দ্রে এসে ভোট দিবেন: মোহাম্মদ ইউনুছ
তৃণমূল থেকে উন্নয়নই আ.লীগের মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী

আর্কাইভ