অষ্টম শ্রেনির ছাত্রী ২ মাসের অন্তসস্তা ।।চরফ্যাশনে ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের

প্রথম পাতা » ব্রেকিংনিউজ » অষ্টম শ্রেনির ছাত্রী ২ মাসের অন্তসস্তা ।।চরফ্যাশনে ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের
বুধবার, ১৬ আগস্ট ২০১৭



আদিত্য জাহিদ ।।ভোলাবাণী।। বিশেষ প্রতিনিধি:

---জোর পুর্বক ভয়ভীতি দেখিয়ে ও বাসায় একা পেয়ে জাহানপুর কেরামতিয়া দাখিল মাদ্রসার অষ্টম শ্রেনির ছাত্রীকে ধর্ষণ করার ফলে ২ মাসের অন্তসস্ত¡া হওয়ার ঘটনায় ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ঢালচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ভুট্টু মেম্বারের ছেলে মো. মোক্তারের (২০) বিরুদ্ধে সোমবার রাত সাড়ে ৯টার সময় ভোলা জেলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ও ২০০৩ সংশোধনী ৯(১) মোতাবেক অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করার সত্যতা অফিসার ইনচার্জ আবুল বাশার নিশ্চিত করেছেন। ইতিপুর্বে ধর্ষিতা তার মাকে নিয়ে ধর্ষকের বিচার চেয়ে সংবাদ সম্মেলণ করলে শশীভূষণ থানা পুলিশ মামলা গ্রহণ করে নং ১০ ।
মামলার বাদী ধর্ষিতার মা অভিযোগ করেন, তিনি গত ২৭ জুন শারিরীকভাবে অসুস্থ্য হয়ে পড়লে ২৮ জুন ভোলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। রেজি: নং ৯৮৭৫৭/৪৯। এ সময় তাদের দুর সর্ম্পকের আতœীয় ঢালচর ৪ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ভুট্টুর ছেলে মো. মোক্তার (২০) তাদের ট্রলার পাচঁ কপাট নামক এলাকায় মেরামত করার জন্য আসে এবং ঐ বাড়িতে আশ্রয় নেয়। রাতে তাকে ঘরে একা পেয়ে ধর্ষক মোক্তার ভয়ভীতি দেখিয়ে ৬/৭ দিন জোর পুর্বক ধর্ষণ করে। ধর্ষিতা কিশোরীর মা ভোলা থেকে বাড়িতে আসলে সে তার মা’র নিকট ধর্ষনের বিষয়টি অবহিত করার পর মোক্তার পালিয়ে ঢালচর চলে যায়। এ সময় ধর্ষিতাকে ভোলা নিয়ে সদর হাসপাতালে গাইনি বিভাগে রেজি: ২০৫১১/৩৫ ভর্তি করে চিকিৎসা করেন। কিশোরীর শারিরীক অবস্থার পরিবর্তন দেখে ৬ আগষ্ট ২০১৭ চরফ্যাশন হাসপাতালের চিকিৎসক ডা. শাহীন আরা আহম্মেদ এর নিকট নিয়ে গেলে তিনি কিশোরীর আলট্রাসনোগ্রাম করে দেখতে পান সে ৫ সপ্তাহ ২দিনের অন্তসস্ত¡া। পুর্ব আতœীয়তার জের ধরে ধর্ষিতার পিতা ইউপি সদস্য ভুট্টুর সাথে আলাপ করলে তিনি কিশোরীর গর্ভের বাচ্ছা নষ্ট করে দেওয়ার প্রস্তাব দেয় এতে তারা রাজি না হওয়ার কারনে বিভিন্ন সময়ে প্রভাবশালী ব্যক্তি দিয়ে মোবাইল ফোনে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দেয়। এ সংবাদ লেখা পযন্ত মোক্তার পলাতক রয়েছে বলে বাদী জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১:৪৬:৪৫   ১৫৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ব্রেকিংনিউজ’র আরও খবর


ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষনা ॥ ১ জনের মনোনয়ন বাতিল ॥
এসএসসির ফলাফল জানা যাবে যেভাবে
উপজেলা পরিষদ নির্বাচন ২৪নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ, সবাই কেন্দ্রে এসে ভোট দিবেন: মোহাম্মদ ইউনুছ
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪মোটরসাইকেল ও উড়োজাহাজ প্রতীকে ভোট চাইলেন: মোহাম্মদ ইউনুস

আর্কাইভ