১ লক্ষ বৃক্ষ রোপনের প্রস্তুতি নিয়ে বোরহানউদ্দিনে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

প্রথম পাতা » প্রধান সংবাদ » ১ লক্ষ বৃক্ষ রোপনের প্রস্তুতি নিয়ে বোরহানউদ্দিনে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
বুধবার, ৯ আগস্ট ২০১৭



---আবদুল মালেক।।ভোলাবাণী।। বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
শোকের মাস কে শ্রদ্ধা ভরে স্মরণ করার লক্ষ্যে ‘‘গাছ লাগাও, উপকূল বাঁচাও এ স্লোগান’’ কে সামনে রেখে বোরহানউদ্দিন ইউএনও ১৪ আগস্ট ১২.১ মিনিটে ১ লক্ষ বৃক্ষ রোপক কর্মসূচি হাতে নিয়েছে। এ বৃক্ষ রোপনের প্রস্তুতি নিয়ে বুধবার বিকালে নির্বাহি কর্মকতার হলরুমে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ইউএনও মো: আ: কুদদূস। তিনি বলেন, শোকের মাস কে শ্রদ্ধা ভরে স্মরণ করার লক্ষ্যে এ উদ্যেগ গ্রহণ করা হয়েছে। গাছ আমাদেরকে জ্বলানি, গৃহ, আসবাব, নির্মাণসামগ্রী, আবহাওয়া, জলবায়, প্রাকৃতিক পরিবেশ, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, ঔষধ ও নিরাপত্তা দেয়। তাই দলমত নির্বিশেষে আসনু জাতির জনকের স্বপ্নের বাংলাদেশ গড়তে জনপ্রতি নিজ দায়িত্ববোধ থেকে ১টি করে গাছ লাগিয়ে গাছ উৎসবকে সফল ও সার্থক করি। গাছ রোপনের পাশাপাশি কাজগুলোকে স্ব-যতœ নেয়ার উপর গুরুত্ব দেন তিনি। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি জনপ্রতিনিধিদের সার্বিক সহযোগিতায় যে কাজগুলো করছি তা আমার দায়িত্ববোধ থেকে করছি এ কাজগুলোর সুফল হয়তোবা এখন দেখা যায় না। কিন্তু ভবিষ্যতে এর সুফল এ উপজেলা বাসী ভোগ করবেন।
এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিনে কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ।

তিনি আরো বলেন, উপজেলায় ৫শত স্পটে ১ মিনিটে ১ লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচি হাতে নেয় হয়েছে। এর মধ্যে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, সহ গুরুত্বপূণ সড়কগুলোতে এ চারা রোপন করা হবে।

বাংলাদেশ সময়: ১৯:৫৫:৩৬   ২৯৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষনা ॥ ১ জনের মনোনয়ন বাতিল ॥
এসএসসির ফলাফল জানা যাবে যেভাবে

আর্কাইভ