ভোলায় মুক্তিযোদ্ধার কমান্ডারকে কুপিয়ে আহত করার মামলায় ৫ দিনেও আসামীদের গ্রেপ্তার করেনি পুলিশ

প্রথম পাতা » ব্রেকিংনিউজ » ভোলায় মুক্তিযোদ্ধার কমান্ডারকে কুপিয়ে আহত করার মামলায় ৫ দিনেও আসামীদের গ্রেপ্তার করেনি পুলিশ
বুধবার, ৯ আগস্ট ২০১৭



---ভোলা সদর প্রতিনিধি।।ভোলাবাণী।।
ভোলার চর সামাইয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেনকে কুপিয়ে আহত করার ৫ দিন পরও পুলিশ আসামীদের গ্রেপ্তার করেনি। বুধবার দুপুরে মুক্তিযোদ্ধা আলী হোসেনের ছেলে ওমর ফারুক তার বাড়িতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে ওমর ফারুক জানান, তার বাবার সাথে প্রতিবেশী রতন মাতাব্বর গংদের জমি জমা সংক্রান্ত বিরোধ রয়েছে। এ নিয়ে আদালতে কয়েকটি মামলা বিচারাধিন আছে। রতন গংরা ৫ আগস্ট রাস্তা থেকে তার বাবা আলী হোসেনকে ধরে পাশ্ববর্তী একটি বাড়িতে নিয়ে একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করতে বলে। তিনি স্বাক্ষর করতে রাজি না হওয়ায় তাকে কুপিয়ে আহত করে রাস্তায় ফেলে রাখে। বর্তমানে তিনি ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এব্যাপারে আলী হোসেন বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় ৮ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। পুলিশ কিনÍু পুলশি আসামী গ্রেপ্তারে কোন উদ্যোগ গ্রহণ করেননি। বর্তমানে আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মুক্তিযোদ্ধা আলী হোসেনের পরিবারের সদস্যদের মামলা তুলে না নিলে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে।
এব্যাপারে ভোলা সদর মডেল থানার ওসি মীর খায়রুল কবির জানান, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। পুলিশ আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জেলা শাখার আহ্বায়ক হাসিব রহমান ও সদর উপজেলা আহ্বায়ক আরিফুর রহমান সোহাগ আগামী ৪৮ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেপ্তার করা না হলে আগামীতে মুক্তিযোদ্ধাসহ তাদের সন্তানরা আন্দোলনে নামার ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১৭:৪০:৫৩   ২৭৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ব্রেকিংনিউজ’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন

আর্কাইভ